BREAKING: ভয়াবহ বিমান দুর্ঘটনা, কেরলে বহু মৃত্যুর আশঙ্কা! দু’টুকরো বিমান! Kerala Air India Plane Crash

BREAKING: ভয়াবহ বিমান দুর্ঘটনা, কেরলে বহু মৃত্যুর আশঙ্কা! দু’টুকরো বিমান! Kerala Air India Plane Crash

7b731678fe8f94685138ffa83e991b4f

 

তিরুবনন্তপুরম: কেরলে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট ও কো-পাইলট-সহ ১০ জনের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন ৫০ যাত্রী৷ তারমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ ঘটনাস্থলে কাজ শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ দুর্ঘটনার খবর পেয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হাসপাতাল থেকে গোটা ঘটনার উপর নজর রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অতিম শাহ৷

জানা গিয়েছে, দুবাই থেকে কেরলের কোঝিকোড়ে কালিকট বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার (IX-1344) বিমান অবতরণ করছিল৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি৷ প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় অবতরণের সময় দুর্ঘটনা ঘটে থাকতে পারে অনুমান৷ আজ সন্ধ্যা ৭.৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার কারণ জানতে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হচ্ছে৷ বৃষ্টির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে৷ তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী ৯০ শতাংশ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত বিমানের মধ্যে ঢুকে উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা৷

বিমানবন্দর সূত্রে খবর, বিমানটিতে ১০ শিশু-সহ ১৭৪ জন যাত্রী ছিলেন৷ পাশাপশি ছিলেন ৬ জন ক্রিউ সদস্য ও ২ জন পাইলট৷ রানওয়ে অবতরণের সময় বিমনটি পিছলে খাদে পড়ে যায়৷ দু’টুকরো হয়ে যায় বিমানটি৷ তবে, বিমানটিতে বড়সড় আগুন ধরেনি বলে যাত্রীদের জখম অবস্থায় উদ্ধার করা গিয়েছে৷ আগুন লাগে গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল৷ জখমদের স্থানীয় ৩টি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কজনক৷ মৃত্যু ও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা৷ গোটা ঘটনার পর বেশ কয়েকটি হেল্পলাইন চালু হয়েছে৷ নম্বরগুলিতে সরাসরি যোগাযোগ করা যাতে পারে৷ নম্বরগুলি হল 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *