নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে বদলে যাচ্ছে ট্রেনের টিকিট ব্যবস্থাও৷ ট্রেনে যাত্রীদের টিকিট পরীক্ষার ক্ষেত্রে সরাসরি সংস্পর্শ এড়াতে এবার কুইক রেসপন্স (কিউআর) কোড যুক্ত টিকিট চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল৷ খুব শীঘ্রই প্রতিটি জোনে নয়া টিকিট ব্যবস্থা চালু করা হবে বলেও জানানো হয়েছে৷
কী করে মিলবে এই কিউআর কোড? রেল সূত্রে খবর, অনলাইনে টিকিট বুকিং করার পরই সংশ্লিষ্ট যাত্রীর রেজিস্টার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে কিউআর কোডের লিঙ্ক পাঠানো হবে৷ ওই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাবে টিকিট। সেই কোড স্ক্যান দেখেই টিকিট পরীক্ষা করবেন টিটিইরা।
আরও পড়ুন- অভিশপ্ত বিমানের ককপিটে ছিলেন অভিজ্ঞ পাইলট, জীবন দিয়ে রুখেছেন ভয়ঙ্কর বিপদ
আগে দূরপাল্লার ট্রেনে কাগজের লিস্ট মিলিয়ে টিকিট পরীক্ষা করে দেখা হত৷ কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই ট্যাবের মাধ্যমে টিকিট চেক করা হচ্ছে৷ করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে রেলের টিকিট কাউন্টারও৷ ফলে আইআরসিটিসি'র ওয়েবসাইটে গিয়েই টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের৷ কাউন্টারে লাইন দেওয়ার বদলে অনলাইনেই টিকিট কাটতে সরগর হয়ে উঠছেন যাত্রীরা৷ এখন লোকাল ট্রেনের দৈনিক বা মাসিক টিকিটও মোবাইল মারফত কেটে ফেলছে মানুষ৷ ফলে একটা বৃহত্তর পরিবর্তন এসেছে রেলের টিকিট ব্যবস্থায়৷
আরও পড়ুন- দুর্ঘটনার আগে পরিস্থিতি কি ছিল? জবাব দেবে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স
করোনা সংক্রমণ ঠেকাতে ট্রেনের কোচও সম্পূর্ণ বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেল। রায়বরেলি কোচ ফ্যাক্টরিতে নয়া কোচ তৈরি হচ্ছে৷ সেই সঙ্গে ডিজিটাল হচ্ছে রেলের টিকিট চেকিং ব্যবস্থা৷ রেলের তরফে জানানো হয়েছে, যাঁরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটবেন, শুধু তাঁরাই নন, যাঁরা স্টেশনের পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার থেকে টিকিট কাটবেন, তাঁদেরও কিউআর কোড যুক্ত টিকিট দেওয়া হবে। অর্থাৎ টিকিট ব্যবস্থার খোলনলচেই বদলে ফেলা হচ্ছে৷
টিকিট বুকিংয়ের সময় যাত্রীরা যে মোবাইল নম্বর দেবেন, সেই নম্বরেই কিউআর কোডের লিঙ্ক পাঠিয়ে দেবেন বুকিং স্টাফ৷ সংশ্লিষ্ট যাত্রীকে ওই এসএমএসটি ফোনে সেভ করে রাখতে হবে। ট্রেনে টিকিট চেকিংয়ের সময় যাত্রীরা ওই লিঙ্কে ক্লিক করলেই মোবাইল স্ক্রিনে কিউআর কোডটি চলে আসবে। সঙ্গে থাকা ট্যাব বা মোবাইলের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করবেন টিটিই। সর্বোপরী এই পরিষেবার সঙ্গে স্মার্টফোনের কোনও সম্পর্ক নেই৷ ফলে কোনও যাত্রীকে সমস্যায় পড়তে হবে না৷