বিশ্বের চতুর্থ ধনী তালিকায় মুকেশ আম্বানি, লাফিয়ে বাড়ছে সম্পত্তি

বিশ্বের চতুর্থ ধনী তালিকায় মুকেশ আম্বানি, লাফিয়ে বাড়ছে সম্পত্তি

59fb61d2ecd55bff3d14f6cb7f09d83e

 

নয়াদিল্লি: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি৷ শনিবার প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুযায়ী, চলতি বছর ২২ বিলিয়ন ডলার লগ্নি টানার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানের মোট সম্পত্তির পরিমাণ ৮০.৬ বিলিয়ন ডলার৷ এই তালিকায় মুকেশ আম্বানির আগে রয়েছেন মাত্র তিনজন৷ জেফ বেজোস, বিল গেটস এবং মার্ক জুকারবার্গ৷ তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৮৭ বিলিয়ন, ১২১ বিলিয়ন ও ১০২ বিলিয়ন ডলার। 

আরও পড়ুন- বদলে যাচ্ছে রেলের টিকিট ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর হচ্ছে রেল

ff4496d90c85c1bb8c09f4a4154b79ce

বিশ্বের বড় বড় বিজনেস টাইকুনদের পিছনে ফেলে দিয়েছেন এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি৷ তাঁর পিছনে রয়েছেন ওয়ারেন বাফেট, এলন মাস্ক, সার্গেই ব্রিন এবং ল্যারি পেজের মতো ব্যক্তিত্বরা৷ এক মাস আগেও সপ্তম স্থানে ছিলেন মুকেশ আম্বানি৷ জুলাইয়ের শেষে পঞ্চম স্থানে উঠে আসেন তিনি৷ এর পর ১৫ দিনের মধ্যে আরও একধাপ এগিয়ে গেলেন এশিয়ার এই বিজনেস টাইকুন৷ 

আরও পড়ুন- অভিশপ্ত বিমানের ককপিটে ছিলেন অভিজ্ঞ পাইলট, জীবন দিয়ে রুখেছেন ভয়ঙ্কর বিপদ

 

করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে যখন অধিকাংশ সংস্থাই বেসামাল, তখন একের পর এক বিনিয়োগ এসেছে আম্বানির সংস্থায়৷ ফেসবুক, গুগল সহ একাধিক বিদেশি সংস্থা জিও-র শেয়ার কিনেছে৷ যার জেরে সময়ের আগেই নিজেদের ঋণমুক্ত বলে  ঘোষণা করেছে রিলায়েন্স৷ মুকেশ আম্বানির ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম। গত কয়েক মাসে এই প্ল্যাটফর্মেই সবচেয়ে বেশি লগ্নি এসেছে। এবার ধীরে ধীরে ই-কমার্সের দিকে ঝুঁকছে আম্বানির সংস্থা৷ 

 

গত মার্চ মাসে জিও-র শেয়ার কেনে ফেসবুক৷ তার পর থেকেই বাড়তে থাকে রিলায়েন্সের শেয়ারের দাম৷ প্রায় ১৪৫ শতাংশ বৃদ্ধি পায় শেয়ার মূল্য৷  এর পর রিলায়েন্স জিও-র ৭.৭ শতাংশ শেয়ার কিনে নেয় সুন্দর পিচাইয়ের তথ্য প্রযুক্তি সংস্থা গুগল৷ এর জন্য ৩৩,৭৩ কোটি টাকা বিনিয়োগ করে তারা৷ যার জেরেই বিশ্বের ধনী তালিকায় অনেকটা উপরে চলে এলেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *