এটিএমে জমা দেওয়ার ১.২৩ কোটি টাকা নিয়ে গায়েব ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থার চার কর্মী

জানা গিয়েছে, হায়দরাবাদ শহরের ৩৬টি এটিএম মেশিনে ওই চার কর্মীর টাকা ঢালার কথা ছিল। কিন্তু সাপ্তাহিক রিপোর্টে তা দেখাতে ব্যর্থ হন ওই চার কর্মী।

হায়দরাবাদ: ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থার কর্মীদের ওপর গুরুদায়িত্ব থাকে। ব্যাঙ্কের কোষাগার থেকে বিপুল পরিমাণ টাকা এটিএমে জমা করতে হয় তাদের। সেই টাকাই সাধারণ মানুষ প্রয়োজন মতো এটিএম কাউন্টার থেকে তোলেন। কিন্তু এটিএম অবধি পৌঁছলই না টাকা। তা নিয়ে উধাও হয়ে গেল ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থার চার কর্মী। এই ঘটনা তেলঙ্গনার রাজধানী হায়দরাবাদের বলে জানা গেছে।  

সিকিউর ভ্যালুজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার শ্রীনিবাস রাও তাঁর চার কর্মীর বিরুদ্ধে ১.২৩ কোটি টাকা চুরির অভিযোগ করেছেন। চার অভিযুক্তের কাজ ছিল এটিএম মেশিনে টাকা জমা করা। জানা গিয়েছে, হায়দরাবাদ শহরের ৩৬টি এটিএম মেশিনে ওই চার কর্মীর টাকা ঢালার কথা ছিল। কিন্তু সাপ্তাহিক রিপোর্টে তা দেখাতে ব্যর্থ হন ওই চার কর্মী।

 
শ্রীনিবাস রাও জানিয়েছেন, অডিটের পর ১.২৩ কোটি টাকার কোনও হদিশ পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, কোনও এটিএম মেশিনে ওই টাকা ঢালা হয়নি। এই বিপুল পরিমাণ ক্যাশ টাকা গায়েব হওয়ায় মাথায় হাত পড়ে শ্রীনিবাস রাওয়ের। দেরি না করে তিনি পুলিশের দ্বারস্থ হন। ওই চার কর্মী, রাজাশেখর, রাম ভরত, সাই তেজা এবং অশ্বিনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমেছে। জানা গিয়েছে, ওই চার অভিযুক্ত পলাতক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 12 =