‘ঘরে ফিরছি’! ফেসবুকে লিখে বিমানে উঠেছিল পরিবার, দুর্ঘটনায় তছনছ গোটা সংসার

‘ঘরে ফিরছি’! ফেসবুকে লিখে বিমানে উঠেছিল পরিবার, দুর্ঘটনায় তছনছ গোটা সংসার

 

তিরুবনন্তপুরম: দীর্ঘ প্রতীক্ষার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে দেশ ফিরছিলেন শরাফু পিলাসেরি৷ পরিবারকে সঙ্গে নিয়ে যখন বিমানে উঠছিলেন তিনি, তখন তাঁর শরীর-মন জুড়ে ছিল দেশে ফেরার উচ্ছ্বাস৷ বিমানে উঠেই তড়িঘড়ি একটি সেলফি তুলে নিয়েছিলেন তিনি৷ টেকঅফের আগে সেই ছবি পোস্টও করেছিলেন ফেসবুকে৷ মুখে যতই মাস্ক থাকুক না কেন, দেশে ফেরার আনন্দ তাতে আটকা পড়েনি৷ কিন্তু কেই বা জানত এটাই হবে শরাফুর শেষ ফেসবুক পোস্ট৷ কেই বা বুজেছিল কোঝিকোড়ের রানওয়েতেই বিলীন হয়ে যাবে তাঁর ঘরে ফেরার স্বপ্ন৷ 

আরও পড়ুন- অভিশপ্ত বিমানের ককপিটে ছিলেন অভিজ্ঞ পাইলট, জীবন দিয়ে রুখেছেন ভয়ঙ্কর বিপদ

 

কেরলে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে একজন হলেন ৩৫ বছরের শরাফু পিলাসেরি৷ শুক্রবার কেরলের বেবি মেমোরিয়াল হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ পিলাসেরির স্ত্রী আমিনা শেরিন সুস্থ থাকলেও, আশঙ্কাজনক তাঁদের সন্তান ইসা ফতিমা৷ কোঝিকোড় মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁদের একরত্তি মেয়েটা৷ বিমানে ওঠার আগে যখন বাবা-মায়ের সঙ্গে সেলফি তুলছিল, তখনও তার চোখে মুখে লেগেছিল হাসি৷ কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় সব কিছু৷ শরাফু ওই ছবিটা পোস্ট করে লিখেছিলেন ‘ঘরে ফিরছি’৷ কিন্তু ঘরে আর ফেরা হল না তাঁর৷ 

আরও পড়ুন- দুর্ঘটনার আগে পরিস্থিতি কি ছিল? জবাব দেবে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স

এই দুর্ঘটনার খবর শোনার পরই ফেসবুকে হৃদয়বিদারক পোস্ট করেন শরাফুর বন্ধুরা৷ তাঁরা এখনও বিশ্বাসই করতে পারছেন না যে, শরাফু আর নেই৷ তাঁরা জানান, কিছু দিন আগেও প্যান্ডেমিকের মধ্যে গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন শরাফু৷ শাফি নামে এক বন্ধু জানান, ‘‘কেরলে রওনা দেওয়ার আগে আমার হোটেলে বিদায় জানাতে এসেছিলেন শরাফু৷ কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল তাঁকে৷ আমাকে বলেছিল, কেন জানি না ঘরে ফেরার আগে আমার অস্থির লাগছে৷ তারপর আমার হাতে কিছু টাকা গুজে দিয়ে বলেছিল, এই টাকাটা দিয়ে কাজ হারানো মানুষগুলোর মুখে খাবার তুলে দিও৷’’   

আরও পড়ুন- কাশ্মীরে মানবাধিকার বলতে পুলিশ-নিরাপত্তারক্ষীদের যা ইচ্ছে তাই করার অধিকার?

শারাফুর বাড়ি কোজিকোড়ের কুন্নামঙ্গলমে৷ কর্মসূত্রে দুবাইয়ে থাকতেন তিনি৷ দু’বছরের ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল তাঁর৷ দেশে ফেরার জন্য মেডিক্যাল ইমার্জেন্সির কথা উল্লেখ করেছিলেন তিনি৷ শুক্রবার রাত ৭টা ৪১ মিনিট নাগাদ কোঝিকোড়ে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে দুবাই থেকে ভারতে আসে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি৷ করোনা অতিমারির জেরে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর ‘বন্দে ভারত’ অভিযানের অন্তর্ভুক্ত ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান আইএক্স-১৩৪৪। এই বিমানেই পরিবারে নিয়ে দেশে ফিরছিলেন শরাফু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + sixteen =