ফের কোভিড সেন্টারে ভয়াবহ আগুন, ঝলসে ১০ জনের মৃত্যু

ফের কোভিড সেন্টারে ভয়াবহ আগুন, ঝলসে ১০ জনের মৃত্যু

বিজয়ওয়াডা: ফের কোভিড সেন্টারে আগুন৷ এবার ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায়৷ কোভিড সেন্টারে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে৷ ১৫ থেকে ২০ জন রোগীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ তাঁদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ কোভিড সেন্টারে কীভাবে আগুন লাগল, তা জানতে শুরু হয়েছে তদন্ত৷ গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃত ও আহতদের পরিবারকে অর্থ সহযোগিতার আশ্বাস দিয়েছে অন্ধ্র সরকার৷

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেন্টারে ছিলেন অন্তত ৪৫ জন রোগী৷ ছিলেন ১০ জন স্বাস্থ্যকর্মী৷ আগুন লাগার পর ২০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়৷ ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল৷

আজ রবিবার ভোরে আচমকা আগুন লাগে৷ স্বর্ণ প্যালেস নামক একটি হোটেলকে স্থানীয় একটি হাসপাতাল কোভিড সেন্টার হিসেবে ব্যবহার করছিল৷ এদিন ভোরে  হঠাৎ কালো ধোঁয়ায় ভরে যায় সেন্টারে৷ মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা৷ ধোঁয়ার কারণ শুরু হয় শ্বাসকষ্ট৷ প্রাণ বাঁচাতে অনেকেই জানলা গলে বেরিয়ে আসার চেষ্টা করেন৷ পরে শুরু হয় উদ্ধারকাজ৷ আগুনের গ্রাসে ১০ জনের মৃত্যু হয়৷   প্রাথমিকভাবে দমকলের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷ আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 9 =