দেশের ইতিহাসে প্রথম! কৃষিতে ১ লক্ষ কোটির প্যাকেজে চমক মোদীর

দেশের ইতিহাসে প্রথম! কৃষিতে ১ লক্ষ কোটির প্যাকেজে চমক মোদীর

নয়াদিল্লি: আত্মনির্ভরতার প্রথম সোপান কৃষি, ভারতের ভিত্তিও বটে৷ এবার সেই কৃষিকে স্বাবলম্বী করতে তুলতে ১ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী৷ বিনিয়োগ, পরিকাঠামো নির্মাণে মোদী সরকারের এই প্যাকেজ বলে দাবি করা হয়েছে৷

করোনা ও দীর্ঘ লকডাউনের জেরে চরম আর্থিক মন্দারে গ্রাস দেশের অর্থনীতি৷ তবুও তার মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গ্রামীণ অর্থনীতি৷ করোনা-লকডাউনে প্রভাব পড়লেও প্রতক্ষ ভাবে কৃষি অর্থনীতিতে এখনও পড়েনি৷ বর্ষাও ঠিকঠাক রয়েছে৷ ফলে, ফলনেও আসেনি সমস্যা৷ বর্ষার সুফলে মাঠভরা ফলনের সৌজন্যে গ্রামীণ ভারত এখন অনেক চাঙ্গা৷ আর সেই অর্থনীতিতে আরও শক্ত করতে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই প্যাকেজের পুরোটাই খরচ করা হবে ফসল উৎপাদন ও পরবর্তী পরিকাঠামো নির্মাণে৷ আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই ঘোষণা করেন৷

দেশের ইতিহাসে এই প্রথম, কোনও একটি সেক্টরের শুধুমাত্র পরিকাঠামো নির্মাণের জন্য একসঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হল৷ প্যাকেজের পাশাপাশি আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে সাড়ে ৮ কোটি কৃষককে ১৭ হাজার কোটি টাকার কিস্তিও তুলে দেন৷ করোনা আহবে কৃষিতে ব্যাপক ফলন ও কৃষি সংক্রান্ত শিল্পোৎপাদনে ইতিবাচক সাড়া মিলেছে৷ শহরাঞ্চলে লকডাউনের কারণে আর্থিক লেনদেন কার্যত৷ ভাঙছে অর্থনীতি৷ আর সেই কারণে গ্রামভিত্তিক অর্থনীতির উপর এবার বেশি মাত্রায় গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র৷ অর্থনৈতিক বৃদ্ধির হার ধরে রাখতে এই ১ লক্ষ কোটি টাকার কৃষি পরিকাঠামো তহবিলের ঘোষণা বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ ১ লক্ষ কোটি টাকা খাতায়-কলমে ঘোষণা হলেও বাস্তবে তা কতটা কার্যকর হবে, সেদিকে তাকিয়ে গ্রামীণ ভারত৷ যদি, বাস্তবে তা কার্যকর হয়, তাহলে মোদী সরকারের এই উদ্যোগ দেশে নতুন সবুজ বিপ্লব আনতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 2 =