নয়াদিল্লি: গোটা দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, মন্ত্রী-আমলারা করোনা সংক্রমিত হচ্ছেন৷ আক্রান্ত হচ্ছেন করোনা-যোদ্ধারাও৷ ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছেন বলিউড তারকাদের একাংশ৷ এবার সেই করোনা আক্রান্ত হওয়ার তালিকায় উঠে এলো দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম৷
করোনা আক্রান্ত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁর শরীরে৷ নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন প্রণববাবু৷ দেশের ইতিহাসে প্রথম প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় যথেষ্ট উদ্বেগে গোটা বাংলা৷ অন্য কারণে হাসপাতালে গিয়েছিলাম৷ সেখানে গিয়ে আমি করোনা পরীক্ষা করিয়েছি৷ রিপোর্ট পজিটিভ এসেছে৷ টুইট করে এমন জানিয়েছেন প্রণববাবু৷
নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পাশাপাশি সচেতন থাকতে, গত কয়েক সপ্তাহে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি৷ বাকিদেরও করোনা পরীক্ষা করিয়ে নিতেও আর্জি জানিয়েছেন প্রণববাবু৷
সূত্রে খবর, প্রণববাবুর বয়স জনিত সমস্যা থাকার কারণে চিকিৎসকরা কোনও ঝুঁকি নেননি৷ তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে বলে খবর৷ তবে তাঁর শরীরে করোনা সংক্রান্ত কোনো উপসর্গ আপাতত দেখা যায়নি বলে খবর৷ বয়সের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা৷ তাঁকে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ আজ সকালে তিনি রুটিন চেক-আপের জন্য হাসপাতালে যান৷ সেখানে চিকিৎসকদের পরামর্শে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়৷ সেই রিপোর্ট পজেটিভ এলেও প্রণববাবু সুস্থ আছেন বলে জানা গিয়েছে৷ করোনা আবহে তিনি গত ৩-৪ মাস নিজের বাড়ির বাইরে যাননি৷ তাও কীভাবে তিনি আক্রান্ত হলেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷
আচমকা প্রণববাবু করোনা সংক্রমিত হওয়ায় বেশ চিন্তায় রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে গোটা বাঙালি সমাজ৷ কেননা এই মুহূর্তে প্রণববাবুর বয়স ৮৪ বছরের কাছাকাছি৷ আইসিএমআরের গাইডলাইন অনুযায়ী ৬৫ বছরের উর্ধ্বে থাকা ব্যক্তিদের করোনা সংক্রমণের প্রবণতা ও তার ভয়াবহতা সবথেকে বেশি৷ কিন্তু ৮৪ বছরের প্রণববাবুর শরীরে করোনা সংক্রমণের খবর ঘিরে বেশ চিন্তায় রয়েছেন তাঁর পরিবার৷ উৎকণ্ঠায় রয়েছেন তাঁর অনুগামীরাও৷ এমনিতেই বয়স জনিত সমস্যায় ভুগছিলেন প্রণববাবু৷ শরীরে রয়েছে নানাবিধ সমস্যা৷ তবে স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সচেতন তিনি৷ তবুও ৮৪ বছর বয়সে প্রণববাবুর করোনা সংক্রমণ ঘিরে নতুন করে বাড়তে শুরু করেছে উদ্বেগ৷ টুইট করে প্রণববাবুর আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷