নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে নয়া আর্জি দখিল করেলন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। সোমবার আদালতে রিয়া চক্রবর্তী আবেদন করেছেন, তাঁর বিরুদ্ধে মিডিয়ার বেপরোয়া আক্রমণ অবিলম্বে বন্ধ করা হোক। মিডিয়া তাঁকে সব সময় দোষী সাব্যস্তের চেষ্টা করছে। ইতিমধ্যে সিবিআই ও ইডির চাপে নাজেহাল অবস্থা। একাধিকবার ইডির দপ্তরে তাঁকে হাজিরা দিতে হয়েছে। ইডির আধিকারিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে।
আরও পড়ুন- চিনা অনুপ্রবেশ ইস্যুতে ফের নরেন্দ্র মোদীকে 'মিথ্যুক' আখ্যা রাহুলের
সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন৷ সুপ্রিম কোর্টে দায়ের করা নয়া পিটিশনে রিয়া চক্রবর্তী জানিয়েছেন, তিনি রাজনৈতিক এজেন্ডার বলি হতে চলেছেন৷ রাজনৈতিক কারণে তাঁকে দোষী দেখানো হতে পারে৷ সুপ্রিম কোর্টে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ বন্ধ করা ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আবেদন করেছেন৷ সুপ্রিম কোর্টে রিয়া জানিয়েছেন, ঘটনাটি নিয়ে মিডিয়া বড্ড বেশি কাঁটা ছেঁড়া করছে। সাক্ষীদের নিয়ে সওয়াল জবাব করছেন। কোনও কিছু প্রমাণিত হওয়ার আগেই মিডিয়া তাঁকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে৷
আগেও সুপ্রিম কোর্টে আবেদন করেছে রিয়া। সেখানে রিয়া জানিয়েছেন, এই তদন্ত বিহার পুলিশের থেকে সরিয়ে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হোক৷ আগামীকাল এই পিটিশনের দ্বিতীয় শুনানি৷ কিন্তু তার আগেই অভিনেত্রী ফের একটি পিটিশন দাখিল করলেন৷
আরও পড়ুন- চাপ থাকলেও রোগী সুরক্ষায় বেশি গুরুত্ব! করোনা-টিকা নিয়ে নয়া অবস্থান বায়োটেকের
অন্যদিকে, অভিনেত্রীকে দ্বিতীয়বার ইডির জেরার মুখে পড়তে হয়েছে৷ সোমবার সকাল ১১টা নাগাদ ইডির দপ্তরে হাজিরা দেন অভিনত্রী, রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং ম্যানেজার শ্রুতি মোদী। সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট মেট তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পাঠানি মুম্বইয়ের ইডির দপ্তরে সোমবার দুপুর ১২টা নাগাদ হাজিরা দিতে হয়৷