বিশ্বের প্রথম করোনা-টিকার সুফল পাবে ভারত? ‘বন্ধু’ রাশিয়া বাড়াবে হাত?

বিশ্বের প্রথম করোনা-টিকার সুফল পাবে ভারত? ‘বন্ধু’ রাশিয়া বাড়াবে হাত?

 

 মস্কো: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ এখনও পর্যন্ত প্রায় ২ কোটি মানুষ করোনা আক্রন্ত৷ স্বাভাবিক ভাবেই গোটা বিশ্ব অপেক্ষায় ছিল, কবে ভ্যাকসিন বাজারে আসবে৷ এবার গোটা বিশ্বের সাধারণ মানুষের আতঙ্ক কাটিয়ে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানালো রাশিয়া৷ তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি৷ রাশিয়ার দাবি কার্যকর হলে ভারতে কবে আসবে এই প্রতিষেধক?

বিশ্বের প্রথম করোনা টিকা আবিষ্কারের দাবি জানিয়েছে রাশিয়া৷ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কন্যার দেহে প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে দাবি জানিয়েছে রাশিয়া সরকার৷ টিকা প্রয়োগের পুতিন কন্যা সুস্থ আছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এফপি৷ করোনা টিকা আবিষ্কারের দাবি জানানো হয়েছে রাশিয়ার তরফে৷ ইতিমধ্যেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমতি দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য দফতর৷ প্রথম ভ্যাকসিনের ছাড়পত্র মেলায় আশার আলো দেখছে গোটা বিশ্ব৷ আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

এই ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী দাবি করেছে রুশ স্বাস্থ্যমন্ত্রীর৷ খুব দ্রুত জনসাধারণের জন্য এই ভ্যাকসিন বাজারে আনা হবে বলে দাবি করেছেন রাষ্ট্রপতি পুতিন৷ গত ১৮ জুন এই ভ্যাকসিনের মানব দেহে প্রয়োগ সফল হয়েছিল৷ আজ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক করোনা ভ্যাকসিনের সরকারি ভাবে ছাড়পত্র দিয়েছে৷ যদিও পাঁচটি দেশের সঙ্গে টিকা সংক্রান্ত বাণিজ্যিক চুক্তি রয়েছে রুশ প্রশাসনের৷ ফলে, টিকা সফল হলে চুক্তবন্ধ দেশগুলির প্রয়োজন মেটাতে হবে রাশিয়াকে৷ যদিও,  দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব বহু পুরোনা৷ ফলে, বিপদে বন্ধু ভারতকে রাশিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কি না, সেদিকে তাকিয়ে গোটা দেশ৷    

তবে ভারতের বাজারে এই ভ্যাকসিন আনতে গেলে বেশ কিছু সরকারি অনুমোদনের প্রয়োজন৷ নিয়ম অনুযায়ী ভারতে রাশিয়ার ভ্যাকসিন আনতে গেলে প্রথমে আইসিএমআরের অনুমতি প্রয়োজন হবে৷ আইসিএমআরের তরফে সবুজ সংকেতের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গোটা বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দিতে পারে বলে জানা গিয়েছে৷ যদিও, ব্রিটেন ও আমেরিকা রাশিয়ার এই টিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷ দু’তিন মাসের মধ্যে করোনা টিকা আবিষ্কারের দাবি ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি৷ ফলে, এই টিকা আদৌও ভারতের বাজারে আসবে কি না, রাশিয়ার এই দাবি বাস্তবে কতটা কার্যকর, তা উপর নির্ভর করছে গোটা প্রক্রিয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =