নয়াদিল্লি: হিন্দু পরিবারের মেয়েদের জন্য যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে জানানো হয়েছে, বাবার সম্পত্তিতে ছেলেদের পাশাপাশি মেয়েদের সমান অধিকার থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় দিয়েছে৷
আরও পড়ুন- করোনা রুখতে মোদী-মমতার বৈঠক, নয়া মন্ত্র দিলেন নমো
মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছে, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইনের মোতাবেক অভিভাবকের সম্পত্তিতে ছেলেদের পাশাপাশি মেয়েদের সমান অধিকার রয়েছে৷ বাবা যদি সম্পত্তি ভাগ করার আগে মারা যান, সেক্ষেত্রে ছেলে ও মেয়ের সমান অধিকার থাকবে৷
এর আগে একাধিকবার বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর বাবা ও মেয়ে দুজনেই জীবিত থাকেন, তাহলে বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার থাকবে৷ কিন্তু সেই অধিকার কতটা তা আগে পরিষ্কার করে বলা হয়নি৷ এতদিন সুপ্রিম কোর্টে মেয়েদের সম্পত্তি পাওয়ার বিষয়ে এতটা স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷
আরও পড়ুন- স্বাধীনতা দিবসের পর থেকেই উপত্যকার ফিরছে 4G ইন্টারনেট
মঙ্গলবার অনেক ভ্রান্তি দূর করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আইনি সহায়তায় বাবা যদি সম্পত্তি ভাগ না করে বাবা মারা যান, সেক্ষেত্রে ছেলে-মেয়ের উভয়ের সমান অধিকার থাকবে৷ রায় দেওয়ার সময় অরুণ মিশ্র বলেন, ছেলে-মেয়ে সমান অধিকার পাবেন৷ মেয়েরা বরাবরই বাবাদের ভালোবাসার সম্পদ৷ সেই ভালোবসা থেকে কখনও বঞ্চিত করা যাবে না৷ বাবা মারা যাওয়ার পরেও মেয়েরা সমান ভাগ পাবেন৷