মুম্বই: অতিমারী করোনার গ্রাসে থমকে গিয়েছে গোটা বিশ্বের স্বাভাবিক ছন্দ৷ তার মধ্যেই রয়েছে ঝড়, পঙ্গপাল সহ একাধিক অপ্রত্যাশিত ঘটনা৷ করোনা আবহে দুর্যোগের মধ্যেও খোঁজ মিলল মানবিকতার৷ ভাইরাল সাধারণ নাগরিকের দেশ সেবার ভিডিও৷ কিন্তু জানেন, রাস্তায় দাঁড়িয়ে ম্যানহোল পাহারা দেওয়া মহিলার পরিচয় কী?
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় বৃষ্টির মধ্যেই এক মহিলা ঘণ্টার পর ঘণ্টা ধরে একটি ম্যানহোল পাহারা দিচ্ছেন৷ ম্যানহোল পাহারা? কিন্তু কেন? আপনিও কী এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, প্রথমে অনেকেই অবাক হয়েছিলেন৷ না বুঝে জুড়ে দিয়েছিলেন নানান মন্তব্য৷ তবে তা সত্বেও সেই মহিলা ম্যানহোলটি পাহারা দিয়ে গেছেন৷ পরে অবশ্য জানা গিছে, ম্যানহোলের ঢাকনা ছিল খোলা৷ আর সেই খোলা ম্যানহোলে যাতে কোনও অঘটন না ঘটে, তা নিশ্চিত করতে খোলা ম্যানহোলটি পাহারা দিচ্ছিলেন মহিলা৷ সমস্ত যানবাহনকে ইঙ্গিত করে বোঝাচ্ছেন সেখানে ম্যানহোল, পাশ কাটিয়ে যেতে হবে৷
This woman stood in front of an open manhole in Matunga West in Mumbai for five hours and diverted the traffic to ensure that no accidents are caused due to the open drain. Such people exist! #MumbaiRains #mumbaifloods pic.twitter.com/gL0SEn8np5
— Swati Subhedar (@swatiSubhedar) August 7, 2020
এই দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মহিলার পরিচয় নিয়ে৷ কে তিনি? এই প্রশ্নের সমাধান করতে গিয়ে অবশ্য জানা গিয়েছে, মহিলার নাম কান্তা মূর্তি৷ গত ৪ আগস্ট এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর একটি ভিডিও৷ এই কাজের পর সমাজের বিভিন্ন স্তর থেকে এসেছে প্রশংসা৷
I sell flowers to make a living and support my 3 children’s education. My 5 other kids are married and I am the only earning member in the family. My husband is handicapped after being paralysed from a railway accident: Kanta Murti #Mumbai https://t.co/zeB8UZoATG pic.twitter.com/Pe6oq1QNNA
— ANI (@ANI) August 10, 2020
সকলেই বলেছেন, এ যেন সাক্ষাৎ ভগবানের দূত৷ তা না হলে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় একাধিক বিপদজনক দুর্ঘটনা ঘটতে পারত৷ কান্তা মূর্তি জানিয়েছেন, তিনি পেশায় একজন ফুল বিক্রেতা৷ ফুল বিক্রি করে তাঁর তিন সন্তানের পড়াশোনার খরচ চালান৷ তাঁর আরও পাঁচটি সন্তান আছে৷ তাঁরা বিবাহিত৷ আর এই পুরো পরিবারে তিনিই একমাত্র অর্থ রোজগার করেন৷ কারণ তাঁর স্বামী শারীরিক ভাবে পিছিয়ে৷ রেল দুর্ঘটনার পর তিনি বিছানায়৷ কান্তা মূর্তির জীবনের এইটুকু ঘটনা শুনেই বহু মানুষ মনে করেছেন, দুর্ঘটনায় যাতে আর কাউর প্রিয়জন না হারিয়ে যায়, তাই এই উদ্যোগ নিয়েছেন কান্তা মূর্তি৷