সুশান্ত মৃত্যু মামলায় CBI-এর তুরুপের তাস এই দুঁদে মহিলা IPS

দেশের ছোট শহর পাটনা থেকে বলিউডের যাত্রাটা ছিল রোমাঞ্চে ভরা। সাফল্যে ভরা সেই যাত্রার পরেই পতন। সুশান্তের মৃত্যুর পর থেকে যেন পরিস্থিতি দ্রুত পালটে যেতে থাকে। বলিউডে হিট সিনেমা দিলেও মৃত্যুর পর থেকে মোটামুটি নীরব অবস্থান নেওয়া হয়েছে। মুম্বই ও বিহার পুলিশের তদন্ত নিয়ে তদন্ত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর অন্যতম অভিযুক্ত রিয়ার বার বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ, এর মধ্যেই তদন্তের ভার চলে গিয়েছে সিবিআইয়ের ওপর। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর মনোজ শশীধরের সঙ্গে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন দুঁদে মহিলা আইপিএস অফিসার গগণদীপ গম্ভীর। মূলত হাইপ্রোফাইল কেসে তাঁকে ডাকা হয়। কে এই গগনগদীপ গম্ভীর 

 

নয়াদিল্লি: দেশের ছোট শহর পাটনা থেকে বলিউডের যাত্রাটা ছিল রোমাঞ্চে ভরা। সাফল্যে ভরা সেই যাত্রার মাঝপথে পতন৷ কিন্তু, কেন? মুম্বই ও বিহার পুলিশের তদন্ত যখন প্রশ্নের মুখে, তখন তদন্তের ভার চলে গিয়েছে সিবিআইয়ের হাতে৷ যদিও তা নিয়েও চলছে মামলা৷ মামলার আবহে এবার সুশান্ত মৃত্যু তদন্তের প্রস্তুতি শুরু করে দিল সিবিআই৷ সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর মনোজ শশীধরের সঙ্গে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন দুঁদে মহিলা আইপিএস অফিসার গগণদীপ গম্ভীর। মূলত হাইপ্রোফাইল কেসে তাঁকে ডাকা হয়৷ কে এই গগনগদীপ গম্ভীর 

আরও পড়ুন- ধুলোমাখা পথে বসেই সারমেয়র শুশ্রূষা, নেটিজেনরা বলল ‘কিংস অফ ইন্ডিয়া’

ঘটনাচক্রে আইপিএস অফিসার গগনদীপ গম্ভীরের জন্ম বিহারে। সেখানে তিনি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে পঞ্জাবে চলে যান। পরে পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হন। স্নাতক হওয়ার পর তিনি ইউপিএসসি পরীক্ষায় সফল হন৷ সেখানে তিনি প্রথম ৩ জনের মধ্যে নিজের জায়গা পাকা করে নেন৷ ২০০৪ সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি৷ প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন পদে ছিলেন৷ বারবার বিভিন্ন সাফল্য পেয়েছেন৷

আরও পড়ুন- সঙ্কটজনক ভারতরত্ন প্রণব! ঈশ্বর আমাকে শক্তি দিন, ভেঙে পড়লেন কন্যা-শর্মিষ্ঠা

দেড় বছর আগে তাঁকে সিবিআইয়ের ডেপুটি ইনসপেক্টর অফ পুলিশে নিয়োগ করা হয়। এরপর তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কেস হাতে পান৷ তারমধ্যে বিজয় মালিয়ার মামলার পাশাপাশি অগস্তা ওয়েস্টল্যান্ড মামলা৷ অখিলেশ যাদবের খনি কেলেঙ্কারি মামলাও তাঁর হাতে রয়েছে৷ এহেন সিবিআই অফিসার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য তদন্ত করছেন৷ আশা করা যায়, খুব তাড়াতাড়ি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ জানতে পারা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − four =