অযোধ্যা: কয়েকদিন আগে রাম মন্দিরের ভূমি পুজোতে অংশগ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। সেই মঞ্চে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ ও আরএসঅস প্রধান মোহন ভগবৎ। এবার করোনায় আক্রান্ত হলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নিত্যগোপাল দাস। শ্বাসকষ্টের পাশাপাশি প্রবল জ্বর হলে তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন- ভারতেও ব্যবহার হতে পারে রাশিয়ার ভ্যাকসিন, দাবি এইমসের
জন্মাষ্টমীর জন্য সীতারাম মন্দিরে থাকছিলেন মহন্ত নিত্য গোপাল দাস। বৃহস্পতিবার থেকে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। পাশাপাশি তাঁর শরীরে জ্বরও ছিল। অন্য দিকে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যানের করোনা আক্রান্তের খবর পাওয়ার পরেই সীতারাম মন্দিরে যান মথুরার জেলাশাসক সার্ভাগ্য রাম মিশ্র এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক সঞ্জীব যাদব।
অন্য দিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহন্ত নিত্য গোপাল দাসের শারীরিক অবস্থার খবর জানতে চেয়েছেন। তিনি নিশ্চিত করেছেন মহন্ত নিত্য গোপাল দাস সর্বোচ্চ চিকিৎসা পাবেন। বিশ্ব হিন্দু পরিষদ আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা বলেন, নিত্য গোপাল দাসের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে খুব সম্ভবত অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে নিয়ে আসা হবে। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান তিনি। তার আগে বিশ্ব হিন্দু পরিষদের রাম জন্মভূমি ন্যাসের প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে বাবরি মসজিদ মামলায় সিবিআইয়ের মামলা রয়েছে।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগে গোয়েন্দা সর্তকতা, খালিস্তানি জঙ্গিদের নজরে লালকেল্লা
পাশাপাশি ভারতে ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসের জেরে আতঙ্কের পারদ ক্রমেই বাড়ছে। সমস্ক রেকর্ড ছাড়িয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৭ হাজার। গত ২৪ ঘণ্টায় ৯৪২ জনের মৃত্যু হয়েছে।