নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ‘একদেশ এক রেশন কার্ডে’র পর এবার ‘এক দেশ এক স্বাস্থ্য পরিষেবা’ আনতে চলেছে কেন্দ্র৷ আগামীকাল দিল্লির লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী এই ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে৷
আরও পড়ুন- ব্যর্থ বিজেপি’র প্রচেষ্টা, আস্থাভোটে জয়ী গহলটের ককপিটে ফের পাইলট
এই প্রকল্পে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য রেকর্ড ডিজিটাল ফর্ম্যাটে রাখা হবে৷ এক দেশ এক হেলথ কার্ড ব্যবস্থায় একজন ব্যক্তির সম্পূর্ণ মেডিক্যাল রেকর্ড নথিভুক্ত রাখা হবে৷ তিনি যে সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা করিয়েছেন তা এই কার্ডে ডিজিটালি সংরক্ষিত করা হবে৷ এই প্রকল্পে প্রত্যেক নাগরিককে একটি করে হেলথ কার্ড তৈরি করতে হবে৷ যাবতীয় টেস্ট এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷ একটি সেন্ট্রাল সার্ভারের সঙ্গে হাসপাতাল, ক্লিনিক এবং চিকিৎসকদের যুক্ত করা হবে৷ যাঁদের কাছে এই কার্ড থাকবে তাঁদের একটি ইউনিক আইডি পাবেন৷ এই আইডি নম্বর দিয়েই তাঁরা এই সিস্টেমে লগইন করতে পারবেন৷
এর সবথেকে বড় সুবিধে এটাই হবে যে দেশের যে কোনও প্রান্তে যে কোনও হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রোগীকে আর তাঁর সঙ্গে অতীতের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বয়ে নিয়ে যেতে হবে না৷ কারণ তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য ওই কার্ডেই সংরক্ষিত থাকবে৷
আরও পড়ুন- করোনা-মুক্ত অমিত শাহ, কিছুদিন পর ফের কাজে ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী
এই প্রকল্পটি পর্যায়ক্রমে কার্যকর করা হবে৷ প্রথম ধাপে এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ আধারকার্ডের ভিত্তিতে হেলথ কার্ড তৈরি করা হবে৷ তবে এই প্রকল্পে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়৷ যাঁরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন, তাঁদের ডাটা সম্পূর্ণ সুরক্ষিত রাখা হবে৷ এই প্রকল্পের হাত ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনতে চাইছে কেন্দ্র৷ জানা গিয়েছে, ধীরে ধীরে এক দেশ এক স্বাস্থ্য পরিষেবার পরিধি বাড়ানো হবে৷ যাতে শুধু হাসপাতাল বা ক্লিনিকগুলিই নয়, মেডিক্যাল স্টোর এবং মেডিক্যাল ইনস্যুরেন্স কোম্পানিগুলিকেও এই সার্ভারের সঙ্গে যুক্ত করা যায়৷