স্বাধীনতা দিবসে জওয়ানরা পাবেন নয়া ক্রেডিট কার্ড, কী সুবিধা আছে জানেন?

এই কার্ডে ২ লক্ষ টাকার পরিবর্তে ১০ লক্ষ টাকার লাইফ কভার পাওয়া যাবে। এই কার্ডের আবেদনের জন্য সেনাদের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। এই কার্ডের মাধ্যমে কৃষি কাজের সঙ্গে সম্পর্কযুক্ত প্রয়োজনে অর্থিক সুবিধা পাওয়া যাবে।  এগুলি ছাড়াও কৃষিকাজে সরঞ্জাম, সেচ ও মজুত সংরক্ষণের মতো প্রয়োজনেও আর্থিক সুবিধা মিলবে।

নয়াদিল্লি:  ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের একদিন আগে, ভারতীয় সেনার জন্য দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকের সম্মানিক পদক্ষেপ। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে কর্মরত সৈন্যদের জন্য 'শৌর্য কিষাণ গোল্ড ক্রেডিট কার্ড' চালু করল এইচডিএফসি ব্যাংক লিমিটেড (এইচডিএফসি ব্যাংক)। জওয়ান ছাড়াও বিএসএফ, সিআইএসএফ, আইটিপিবিপি এবং অন্যান্য আধাসামরিক কর্মীরা সহ ৪৫ লক্ষ সেনার জন্য ডিজিটালি এই কার্ডটি চালু করলেন মুম্বাইয়ে এইচডিএফসির ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আদিত্য পুরী এবং রুরাল ব্যাঙ্কিং গ্রুপের ব্যবসায়ীক প্রধান রাজিন্দর বাব্বার। 
 

'শৌর্য কিষাণ গোল্ড ক্রেডিট কার্ড' থেকে সেনাবাহিনী যে সুবিধাগুলি পাবেন তা হল- এই কার্ডে ২ লক্ষ টাকার পরিবর্তে ১০ লক্ষ টাকার লাইফ কভার পাওয়া যাবে। এই কার্ডের আবেদনের জন্য সেনাদের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। এই কার্ডের মাধ্যমে কৃষি কাজের সঙ্গে সম্পর্কযুক্ত প্রয়োজনে আর্থিক সুবিধা মিলবে। এছাড়াও কৃষিকাজে সরঞ্জাম, সেচ ও মজুত সংরক্ষণের মতো প্রয়োজনেও আর্থিক সুবিধা মিলবে। হবে।

শৌর্য কিষাণ গোল্ড ক্রেডিট কার্ড' পাওয়ার ক্ষেত্রে শর্তাবলী- জওয়ানকে চাকরিতে নিযুক্ত থাকতে হবে। তবে অবসরের পরেও তাঁরা এই কার্ডের সমস্ত সুবিধাই ভোগ করবেন।  সরকারি নিয়ম অনুযায়ী সাধারণ কিষান ক্রেডিট কার্ডের জন্য যেখানে ন্যূন্যতম পাঁচ একর জমি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে জাওয়ানদের কাছে দুই একর জমি থাকলেই তাঁরা শৌর্য কিষণ গোল্ড কার্ড পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =