এক দেশ, এক স্বাস্থ্য! স্বাধীনতা দিবসে ‘জাতীয় হেলথ ডিজিটাল মিশনে’র ঘোষণা প্রধানমন্ত্রীর

এক দেশ, এক স্বাস্থ্য! স্বাধীনতা দিবসে ‘জাতীয় হেলথ ডিজিটাল মিশনে’র ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে লালকেল্লার থেকে আত্মনির্ভর ভারতের পক্ষে আরও একবার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কিছু জরুরি ঘোষণা করেছেন তিনি৷ গোটা দেশজুড়ে ‘এক দেশ এক স্বাস্থ্য’ পরিষেবার ঘোষণা করে আজ থেকেই ‘জাতীয় হেলথ ডিজিটাল মিশন’ চালুর হওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, জাতীয় হেলথ মিশন আজ থেকে শুরু হবে৷ প্রত্যেক ভারতীয়র কাছে থাকবে স্বাস্থ্য সংক্রান্ত একটি আইডি৷ এই আইডিতে সমস্ত তথ্য থাকবে সেখানে৷ উল্লেখ থাকবে কোন চিকিৎসককে দেখিয়েছেন, তার রিপোর্ট, সমস্তকিছুই৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ থেকে নতুন একটি বিষয় চালু হতে যাচ্ছে৷ জাতীয় ডিজিটাল হেলথ মিশন আজ থেকে শুরু হচ্ছে৷ প্রত্যেক ভারতের কাছে থাকবে স্বাস্থ্য সম্পর্কিত একটি আইডি চালু হবে৷ এখানে টেকনোলজির খুব বড় অংশ থাকবে৷ ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থার নতুন বিপ্লব নিয়ে আসবে৷ চিকিৎসা করাতে বিভিন্ন রকমের সমস্যা কম করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে৷ প্রত্যেক ভারতীয়কে হেলথ আইডি দেওয়া যাবে৷ এই আইডি প্রত্যেক ভারতীয় পরীক্ষা, ডাক্তার, ওষুধ, হাসপাতালে ভর্তি-সহ সমস্ত তথ্য থাকবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =