স্বাধীনতা দিবসে করোনা ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসে করোনা ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আজ দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস৷ স্বাধীনতা দিবসের পূর্ণলগ্নে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দীর্ঘ ভাষণে একাধিক প্রসঙ্গ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী৷ তার মধ্যে  করোনা ভ্যাকসিন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷

ভারতের ৩টি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে৷ সব থেকে কম দামে কীভাবে ওই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে, তাও চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তিনটে ভ্যাকসিনের পরীক্ষা আলাদা আলাদা স্তরে রয়েছে৷ সবুজ সংকেত পাওয়া মাত্রই গণউৎপাদন শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি৷

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারতে ৩টি ভ্যাকসিন বিভিন্ন স্তরে পরীক্ষার মধ্যে রয়েছে৷ বিজ্ঞানীদের সবুজসংকেত পাওয়ার পর বিপুল মাত্রায় এর উৎপাদন শুরু হয়ে যাবে৷ তার প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে৷ উৎপাদনের সঙ্গে সঙ্গে ভ্যাকসিন প্রত্যেক ভারতীয়র কাছে কম সময়ে কীভাবে পৌঁছে দেওয়া যায়, তার খরচা, উৎপাদনের সমস্ত রূপরেখা তৈরি করা হয়ে গিয়েছে।’’

ইতিমধ্যেই ভারতীয় বেশ কয়েকটি ভ্যাকসিন সফল হয়েছে৷ বেশকয়েকটি  পর্যায়ের পরীক্ষা পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে এই ভ্যাকসিন তৈরি হওয়া হতে পারে বলেও লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + three =