নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখা থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ভারতের দিকে যখনই শক্রুরা চোখ তুলে তাকিয়েছে, তখনই তার মোক্ষম জবাব দিয়েছে ভারত৷ ভারত কী করতে পারে লাদাখই তার প্রমাণ৷ শত্রুপক্ষকে কড়া জবাব দিতে প্রস্তুত ভারত৷ ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে দাঁড়িয়ে চিন-পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
তিনি বলেন, ভারতের সার্বভৌমত্বের দিকে যারাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমাদের সেনারা তাদেরই মোক্ষম জবাব দিয়েছে৷ তাদের ভাষাতেই আমাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত-চিন রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হন ২০ ভারতীয় জওয়ানের৷ এই ঘটনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের জওয়ানরা কী করতে পারে, আমাদের দেশ কী করতে পারে, সারা বিশ্ব লাদাখে তা দেখেছে৷ আজ লালকেল্লায় দাঁড়িয়ে সেই বীর জওয়ানদের প্রণাম জানাই৷’’ সন্ত্রাসবাদ হোক বা বিকাশবাদ, ভারত তার বিরুদ্ধে লড়াই করছে৷ ভারতের উপর সারা বিশ্বের ভরসা আরও বেড়ে গিয়েছে৷ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য ১৯২ দেশের মধ্যে ভারত ১৮৪ দেশেরই সমর্থন পেয়েছে, এটা তারই প্রমাণ।
সীমান্তে দেশের সমর্থ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার দুঃসাহস দেখানো হয়েছে৷ কিন্তু সেই দুঃসাহসের কড়া জবাব দিয়েছে আমাদের জওয়ানরা৷ প্রধানমন্ত্রী আরও জানান, ভারতের প্রতিরক্ষা আরও উন্নত করা হবে৷ সীমান্ত ও উপকূলে আরও কড়া প্রহরার ব্যবস্থা দেওয়া হবে৷ তরুণ প্রজন্মকে প্রতিরক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রতিরক্ষা প্রশিক্ষণে এক তৃতীয়াংশ স্থান তরুণীদের বলেও উল্লেখ করোন নমো৷ সামরিক সরঞ্জামে আত্মনির্ভর হয়েছে ভারত৷ তেজস যুদ্ধবিমানকে আরও শক্তিশালী করা হচ্ছে৷ আন্দামানে চালু হচ্ছে সুপারফাস্ট যান৷
তিনি জানান, লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে গড়ে তুলে সেখানকার মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ করা হয়েছে৷ হিমালয়ের উঁচুতে অবস্থিত লাদাখ বিকাশের দিকে এগিয়ে চলেছে৷
আরও পড়ুন- শিক্ষানীতি: ‘শিকড়ের সঙ্গে জুড়েই বিশ্ব নাগরিক হয়ে উঠবে শিক্ষার্থীরা’, বললেন মোদী
আরও পড়ুন- মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড, মোদীর ঘোষণায় প্রশংসার বন্যা
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে আত্মনির্ভর ভারতের শপথ নমোর