মোদীর ৭ ভাষণে ৩ রেকর্ড! লাল কেল্লা থেকে নয়া রেকর্ড নমোর

মোদীর ৭ ভাষণে ৩ রেকর্ড! লাল কেল্লা থেকে নয়া রেকর্ড নমোর

 

নয়াদিল্লি: স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় আজ সপ্তমবার জাতীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন ৯০ মিনিট ধরে বক্তৃতা রাখেন তিনি৷ এটা তাঁর তৃতীয় দীর্ঘতম ভাষণ৷ একই সঙ্গে স্বাধীনতার আগে ও পরে পরপর তিন রেকর্ড নিজের নামে করে ফেলেছেন দেশের প্রধানমন্ত্রী৷

এদিন প্রধানমন্ত্রীর ভাষণের কেন্দ্রবিন্দু ছিল আত্মনির্ভর ভারত৷ লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলে দিলেন, ‘‘ভারত আত্মনির্ভর হবেই। আমার দেশের নাগরিকদের সামর্থ্যের প্রতি বিশ্বাস আছে। আমাদের দেশবাসীর সংকল্পের উপর আমার বিশ্বাস আছে। ইতিহাস সাক্ষী ভারত যা ভাবে, তা ভারত করে।’’ দেশের উন্নয়নে বিস্তৃত রূপরেখাও এদিন উপস্থাপন করেন তিনি৷ প্রধানমন্ত্রী বলেন, করোনা অতিমারিও ভারতের আত্মনির্ভর হওয়ার পথ অবরুদ্ধ করতে পারেনি৷ 

২০১৭ সালে স্বাধীনতা দিবসে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিলেন নমো৷ সময় নিয়েছিলেন মাত্র ৫৬ মিনিট৷ এর আগের বছর, অর্থাৎ ২০১৬ সালে দীর্ঘতম বক্তৃতা দিয়েছিলেন নরেন্দ্র মোদী৷ ৯৪ মিনিট ধরে ভাষণ দিয়েছিলেন নমো৷ এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ সময়৷ ২০১৫ সালের আগে পর্যন্ত স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে দীর্ঘতম ভাষণের রেকর্ড ছিল প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর৷ ১৯৪৭ সালে স্বাধীন ভারতে জাতীর উদ্দেশে ৭২ মিনিট ভাষণ দিয়েছিলেন তিনি৷ কিন্তু ২০১৫ সালে সেই রেকর্ড ভেঙে ৮৮ মিনিটের ভাষণ দেন নরেন্দ্র মোদী৷ এক ঝলকে দেখা নেওয়া যাক তিন প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের বক্তৃতার স্থিতিকাল৷

নরেন্দ্র মোদী-
২০২০- ৯০ মিনিট
২০১৯- ৯২ মিনিট
২০১৮- ৮৩ মিনিট
২০১৭- ৫৬ মিনিট
২০১৬- ৯৪ মিনিট
২০১৫- ৮৮ মিনিট
২০১৪- ৬৫ মিনিট

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-
২০১৩- ৩৫ মিনিট
২০১২- ৩২ মিনিট
২০১১- ৪০ মিনিট
২০১০- ৩৫ মিনিট
২০০৯- ৪৫ মিনিট
২০০৮- ৪৫ মিনিট
২০০৭- ৪০ মিনিট
২০০৬- ৫০ মিনিট
২০০৫- ৫০ মিনিট
২০০৪- ৪৫ মিনিট

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-
২০০৩- ৩০ মিনিট
২০০২- ২৫ মিনিট

পরপর ৭ বছর স্বাধীনতা দিবসের অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লায় পতাকা উত্তোলন করে নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত পরপর ৭ বছর অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লায় পতাকা উত্তোলনের করার সুযোগ পেয়েছেন নমো৷ এর আগে  স্বাধীন ভারতের প্রথম কংগ্রেসে প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, মনমোহন সিংয়ের পর এর এবার অ-কংগ্রেসে প্রধানমন্ত্রী হিসাবে টানা ৭ বার লালকেল্লায় পতাকা উত্তোলন করে নজরির গড়লেন নরেন্দ্র মোদী৷ এই লালকেল্লা থেকে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু৷ জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং ড. মনমোহন সিংয়ের পর ভারতের ইতিহাসে দীর্ঘ সময় দিল্লির মসনদে থাকা চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী৷ অটল বিহারি বাজপেয়ীর পর অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে তিনিই সবচেয়ে বেশি দিন দিল্লির তখতে রইলেন৷

আরও পড়ুন- ‘LOC থেকে LAC, শত্রুদের তাদের ভাষাতেই জবাব দিয়েছে ভারত’, কড়া বার্তা নমোর

আরও পড়ুন- শিক্ষানীতি: ‘শিকড়ের সঙ্গে জুড়েই বিশ্ব নাগরিক হয়ে উঠবে শিক্ষার্থীরা’, বললেন মোদী

আরও পড়ুন- নমোর ‘এক দেশ এক স্বাস্থ্য’-র মূল কারিগর আসলে এই বাঙালি চিকিৎসক!

আরও পড়ুন –গালওয়ানে শহিদ কর্নেল স্ত্রীকে শেষবার বলেছিলেন, ‘সাহসী হও’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 2 =