নয়াদিল্লি: ভারতে ক্রমে যেন বেলাগাম করোনা পরিস্থিতি। কোনওভাবেই ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। টানা ১০ দিন ধরে ভারতে ৬০ হাজারের বেশি মানুষ প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন৷ করোনা আক্রান্তের বৃদ্ধির দিক থেকে ভারত একবারে প্রথমে চলে গিয়েছে৷ স্বাধীনতা দিবসও তার ব্যতিক্রম নয়৷ আমেরিকা, ব্রাজিলকে পিছনে ফেলে দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম স্থানে উঠে এসেছে ভারত৷ গত ২৪ ঘণ্টাতেও ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতি দেশের মানুষ চাতক পাখির মতো করোনা ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে। স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মোদীর ভাষণেও উঠে হলো করোনা ভ্যাকসিনের কথা।
আরও পড়ুন- মোদীর ৭ ভাষণে ৩ রেকর্ড! লাল কেল্লা থেকে নয়া রেকর্ড নমোর
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানা গিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজার দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় মারা গিয়েছেন ৯৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৩৮১ জন। ভারতে করোনা থেকে সুস্থের হার অনেকটাই বেড়েছে। ভারতে সুস্থের হার ৭১.৬১ শতাংশ। মৃত্যুর হারটা অনেকটাই কম। ভারতে করোনায় মৃতের হার দুই শতাংশের নীচে চলে গিয়েছে, ভারতে করোনায় মৃতের হার ১.৯৪ শতাংশ।
আরও পড়ুন- প্রতিটি গ্রামে মিলবে দ্রুতগতির ইন্টারনেট, হাজার দিনের লক্ষ্যমাত্রা মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যুদ্ধকালীন তৎপরতায় করোনা ভ্যাকসিন প্রস্তুতের কাজ চলছে। দেশে তিনটে করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। যখনই ভ্যাকসিনেক কাজ শেষ হবে, বিজ্ঞানীরা জানাবেন। তারপরেই দেশের প্রতিটি কোনায় করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। দেশবাসীর কাছে করোনার টিকা পৌঁছে দেওয়ার রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। ভারত বায়োটেক, জাইডাস ক্যাডিলা ও সেরাম ইনস্টিটিউট করোনা টিকা তৈরি করছে দেশে।