আগস্ট শেষে খুলবে সংসদ? শুরু বাদল অধিবেশনের প্রস্তুতি

আগস্ট শেষে খুলবে সংসদ? শুরু বাদল অধিবেশনের প্রস্তুতি

নয়াদিল্লি: করোনা আবহে জেরবার গোটা দেশ বিশ্ব৷ দীর্ঘ লকডাউন প্রক্রিয়া কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি৷ উল্টে লাগামছাড়া সংক্রমণ বেড়েই চলেছে৷ করোনা সংক্রমণের আবহে জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে পথে নামতে বাধ্য হয়েছেন সাধারণ জনতা৷ কিন্তু, সাধারণ জনতা জীবিকা বাঁচাতে পথে নামলেও জনতার প্রতিনিধিদের প্রধান কর্মস্থল এখনও বন্ধ৷ দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে ভারতীয় গণতন্ত্রণের পীঠস্থান সংসদ৷ যেখান থেকে ভারত-ভাগ্য নির্ধারিত হয়ে থাকে৷ এবার করোনা আবহে সেই সংসদ খোলার প্রস্তুতি শুরু হল৷

করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা হওয়ার আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে সংসদ৷ আর তার জেরে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনা হয়নি সংসদের৷ সংসদ এড়িয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ তানিয়া উঠেছে নানান প্রশ্ন৷ এবার বিরোধিতা সেই সমস্ত প্রশ্নের উত্তর ও বিতর্কের সুযোগ করে দিতে সংসদে বাদল অধিবেশন শুরুর প্রস্তুতি শুরু করলো কেন্দ্র৷

সংসদে বাদল অধিবেশনের জন্য প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ আগস্টে তৃতীয় সপ্তাহের মধ্যে প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ করোনা সংক্রমণ ঢুকতে একাধিক পদক্ষেপ নিয়েও চলছে আলোচনা৷ কিন্তু করোনা সংক্রমনের আবহে শারীরিক দূরত্ব বজায় রেখে কীভাবে অধিবেশন চালবে? নাকি হবে ভার্চুয়াল অধিবেশন? শুরু হয়েছে জোর চর্চা৷ আগামী তিন সপ্তাহের মধ্যে গোটা বিষয়টি চূড়ান্ত করার বিষয়ে নির্দেশ ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =