ফিল্মি কায়দায় নিজেকে অপহরণের ছক কষল ১৪ বছরের বালক

ফিল্মি কায়দায় নিজেকে অপহরণের ছক কষল ১৪ বছরের বালক

02731c419f4f307418a545c2df4f9233

 

পাটনা:  ছোট থেকেই অনলাইন গেমের প্রতি প্রবল আসক্তি তার৷ মোবাইলে গেম খেলাই ছিল অবসরের সঙ্গী৷ সেই গেম খেলতে খেলতেই নিজের জীবনেও গেম খেলে বসল  ১৪ বছরের এক বালক৷ একেবারে ফিল্মি কায়দায় নিজেকে অপহরণের ছক কষল সে৷ ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে নিজের মায়ের মোবাইলেই মেসেজ পাঠাল ওই বালক৷ ঘটনাটি বিহারের পাটনার৷ 

আরও পড়ুন- শচীনের দাবি মিটিয়ে রাজস্থানে অজয়! জট কাটাতে তৈরি ৩ সদস্যের কমিটি

 

এদিকে, ছেলের অপহরণের খবর জানার পরই সোজা পাটনা নগর পুলিশ স্টেশনে যান তার মা৷ ওই মহিলার স্বামী মারা গিয়েছেন৷ ফলে ছেলেকে নিয়ে একাই থাকেন তিনি৷ অপহরণকারীরা ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ পাঠানোর পরই তড়িঘড়ি পুলিশের কাছে ছুটে যান তিনি৷ জানান, তাঁর ছেলে দশম শ্রেণির ছাত্র৷ বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে গত ১০ অগাস্ট বাড়ি থেকে বেরিয়েছিল সে৷ সঙ্গে ছিল ২ হাজার টাকা আর মোবাইল ফোন৷ এর পরেই ছেলেকে অপহরণ করা হয়েছে বলে একটি মেসেজ আসে ওই মহিলার মোবাইলে৷ সেই সঙ্গে ৫ লক্ষ টাকা মুক্তিপণও চাওয়া হয়৷ এই অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করে পুলিশ৷ বুধবার রাতে পূর্ণিয়ায় একটি বাস স্ট্যান্ড থেকে ওই বালকটিকে উদ্ধার করে তারা৷ 

আরও পড়ুন- ব্যবসায়িক কারণে বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বিতর্কে প্রতিক্রিয়া ফেসবুকের

 

তদন্তে বালকটি জানায়, সম্প্রতি তার মা ৩.৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিল এবং এই কথাটা জানতে পেরেছিল সে৷ এর পরেই মায়ের কাছ থেকে সেই টাকা হাতানোর জন্য ভুয়ো অপহরণের ছক কষে৷ পাটনা নগর পুলিশ স্টেশনের এসএইচও জানান, ছেলেটি জেরায় জানিয়েছে ওই টাকা দিয়ে দিল্লি কিংবা মুম্বইয়ের কোনও ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার পরিকল্পনা করেছিল ওই বালক৷ এছাড়াও ভিডিয়ো গেম খেলার জন্য দামী স্মার্টফোন কেনার ফন্দিও এঁটেছিল সে৷ ছেলেটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ মতোই এই মামলায় পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানান  এসএইচও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *