নয়াদিল্লি: করোনা ভাইরাস দেশে মহামারীর আকার ধারণ করেছে। পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকার ধারণ করেছে। বিপর্যস্ত হয়েছে জনজীবন। তারমধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে সোয়াইন ফ্লু। সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২,৭২১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন- লাফিয়ে বাড়ছে বেকারত্ব, অবশেষে স্বীকার কেন্দ্রের! এখনও অধরা সমাধান
সর্বভারতীয় সংবাদের মাধ্যমে জানানো হয়েছে, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী, জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত ২,৭২১ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। মূলত পাঁচটি রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। কর্ণাটক (৪৫৮), তেলেঙ্গানা (৪৪৩), দিল্লি (৪১২), তামিলনাডু (২৫৩) এবং উত্তরপ্রদেশে (২৫২) সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, সকলের মধ্যেই শ্বাসকষ্ট জমনিত সমস্যা দেখা গিয়েছে। জ্বর, কাশি, গলাব্যাথা, গা-হাত-পা ব্যাথা এবং শীত শীত ভাব সোয়াইন ফ্লুর ক্ষেত্রে দেখা গিয়েছে। আবার এই লক্ষণগুলো করোনা ভাইরাসের ক্ষেত্রেও দেখা গিয়েছে।
আরও পড়ুন- কূটনৈতিক পথেই প্রতিরক্ষা সামগ্রী রফতানির রোডম্যাপ কেন্দ্রের
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোয়াইন ফ্লু সব থেকে মারাত্মক হতে পারে পাঁচ বছরের নিচে শিশু, বয়স্ক ও গর্ভবতী মহিলাদের জন্য। চিকিৎসকরা জানিয়েছেন, যেহেতু করোনা ও সোয়াইন ফ্লুর উপসর্গ এক, তাই এই ধরনের উপসর্গ দেখা গেলে একসঙ্গে দুটো পরীক্ষা করা প্রয়োজন৷ এছাড়া এই সময় শ্বাসকষ্টের প্রবণতাও দেখতে পাওয়া যায়৷ এই সময় সতর্ক থাকা ছাড়া দেশবাসীর কাছে বিকল্প কোনও রাস্তা নেই৷