কেমন আছেন অসুস্থ প্রণব মুখোপাধ্যায়? হাসপাতাল বলছে ‘অবনতি’, পরিবার সূত্রে ‘উন্নতি’!

কেমন আছেন অসুস্থ প্রণব মুখোপাধ্যায়? হাসপাতাল বলছে ‘অবনতি’, পরিবার সূত্রে ‘উন্নতি’!

নয়াদিল্লি: কেমন আছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপততি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা? বুলেটিন প্রকাশ করে উদ্বেগ বাড়াল হাসপাতাল৷

একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে৷ ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে বলেও সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ তাঁর চিকিৎসায় ভেন্টিলেটরের সাহায্য প্রয়োজন হচ্ছে বলেও জানানো হয়েছে৷ বুধবার দুপুরে বিবৃতি প্রকাশ করে সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷

প্রণববাবুর শারীরিক অবস্থা নিয়ে দৈনিক বুলেটিন প্রকাশ করে হাসপাতাল৷ বুধবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে৷ ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে৷ হরয়েছেন ভেন্টিলেটরে৷ বিশেষজ্ঞ চিকিৎসকরা নজর রাখছেন৷

বুধবার সকাল ৮টা ৩৩ মিনিটে বাবার শারিরীক অবস্থা স্থিতিশীল বলে টুইট করেছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ টুইটে তিনি লিখেছেন, আপনাদের প্রার্থনা ও চিকিৎসকদের প্রচেষ্টায় বাবা এখন স্থিতিশীল৷ গুরুত্বপূর্ণ প্যারামিটার্সগুলি নিয়ন্ত্রণে আছে৷ অবস্থার উন্নতি হচ্ছে বলে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন আপনারা৷’’

গত ৯ অগস্ট রাতে বাড়ির শৌচাগারে পড়ে যান দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি৷ মাথায় আঘাত পান৷ পর দিন সকালে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়৷ ওই দিন তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা৷ করা হয় করোনা পরীক্ষা৷ রিপোর্ট আসে পজেটিভ৷ পরে মাথায় অস্ত্রোপচার করা হয়৷ দীর্ঘ সময় ধরে চলে অস্ত্রোপচার৷ তখন থেকেই ভেন্টিলেটরে রয়েছেন প্রণববাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − six =