তিরুবনন্তপুরম : এক প্রগাঢ় বন্ধুত্বের সাক্ষী থাকল নেটপাড়া৷ কিছুদিন আগেই কেরলের আনারসের মধ্যে বারুদ ভরে হাতিকে খাইয়ে খুনের ভিডিও ভাইরাল হয়েছিল। সেই নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল গোটা দেশ৷ এবার সেই কেরল থেকে আরও একটি হাতির ভিডিও ভাইরাল৷ এবার আর মানুষের হিংস্রতা নয়, একরত্তি মেয়ের ভালবাসার সঙ্গে এক হাতি৷ নিবিড় সম্পর্কের দৃশ্য দেখা মুগ্ধ নেটপাড়া৷
ভিডিওটি কতকগুলি মুহূর্তকে একসঙ্গে ধরে রাখা হয়েছে৷ যেখানে একটি দু’বছরের মেয়ের সঙ্গে একটি বিশাল হাতির অপূর্ব ভালবাসার নিদর্শন দেখা যাচ্ছে৷ জানা গিয়েছে, ওই শিশুটির নাম উমা কুট্টি এবং হাতিটিকে ভামা নামে ডাকা হয়। 'চল চল চল মেরে সাথি, ও মেরে হাতি' ঠিক এই গানের মতোই হাতির সঙ্গে সারাদিন কাটায় ওই দু’বছরের উমা৷ ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন অনিত ঘোষ নামের এক ব্যক্তি৷ মুহূর্তে এই ভিডিও ভাইরাল। ৩ হাজারের কাছাকাছি লাইক পেয়েছে ভিডিওটি।
Adorable!
A two-year-old Indian girl has an elephant as her best friend in the southern India state of Kerala. 😍🧡🐘#ThursdayThoughts#ThursdayMotivation pic.twitter.com/kU0ej6VnLq
— Anit Ghosh (@Indianit07) August 13, 2020
ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাতিটি স্নান করাবার সময় উমা তার দিকে জল ছুঁড়ে দিচ্ছে আবার ভামাও সুঁড়ে করে উমাকে ভিজিয়ে দিচ্ছে৷ দেখা যাচ্ছে, উমা একাই তার বন্ধু ভামার সঙ্গে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে৷ উমা ভামার সুঁড়ে খাবার তুলে দিচ্ছে৷ এ যেন প্রকৃতির এক অদ্ভুত মিলন! দু’বছরের একটি শিশুমনের বন্যপ্রাণের প্রতি প্রেমের এই নিদর্শন থেকে জ্ঞান লাভ করা যায় বৈকি। উমা যেন কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছে মাত্র দু’বছর বয়সে৷ এ পৃথিবী সবার, মানুষের পাশাপাশি জীবরাও এই পৃথিবীর জল মাটির সমান অংশীদার।