‘রিজার্ভ ব্যাভঙ্ক অফ কৈলাস’ গড়লেন ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু নিত্যানন্দ

‘রিজার্ভ ব্যাভঙ্ক অফ কৈলাস’ গড়লেন ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু নিত্যানন্দ

0482e21d1ab7f703e26478ec12f346d2

 

নয়াদিল্লি: সকলকে রীতিমতো হতবাক করে নিজস্ব ব্যাঙ্ক গড়লেন ধর্ষণ ও শিশু নিগ্রহে অভিযুক্ত পলাতক ‘গুরু’ নিত্যানন্দ৷ এই ব্যাঙ্কের নাম দিয়েছেন ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাস’৷ শুধু ব্যাঙ্কই নয়, নিজস্ব কারেন্সি বা মুদ্রাও আবিষ্কার করেছেন তিনি৷ যা কিনা উদ্বোধন করবেন গণেশ চতুর্থীর দিন৷ 

আরও পড়ুন- হাতি মেরা সাথি! ২ বছরের শিশুর প্রিয়- বন্ধু হাতি, ভাইরাল ভিডিও

 

সম্প্রতি একটি ভিডিয়ো বার্তায় স্বঘোষিত গুরু নিত্যানন্দ জানান, তিনি নিজের ‘হিন্দু রাষ্ট্রে’ ‘রিজার্ভ ব্যাংক অফ কৈলাস’ গড়ে তুলেছেন। অন্যান্য    দেশের সঙ্গে ‘তাঁর দেশে’র মৌ চুক্তিও সাক্ষরিত হয়েছে৷  নিত্যানন্দ আরও বলেন, ‘‘গণেশ চতুর্থীর দিন, গণপতির আশীর্বাদে রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাস ও মুদ্রা সম্পর্কে সকলে বিস্তারিত জানানো হবে৷ সবকিছু প্রস্তুত রয়েছে৷’’ কৈলাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘এই রিজার্ভ ব্যাঙ্ক হবে হিন্দু ভক্তদের বিনিয়োগের কেন্দ্র৷ সমগ্র হিন্দু সম্প্রদায়কে বিনিয়োগে আকৃষ্ট করা হবে৷’’ হিন্দু সম্প্রদায়ের সদস্যদের এই ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে৷    

আরও পড়ুন- আগামী ৫ বছরে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়বে ১২%, ICMR রিপোর্ট

ছোট ছোট ছেলেমেয়ে ও নাবালিকাদের ধর্ষণ এবং অপহরণ করে আহমেদার আশ্রমে আটকে রাখার মতো একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দ৷ গুজরাত ছাড়াও কর্ণাটক পুলিশের খাতাতেও ওয়ান্টেড তিনি৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হতেই দেশ ছেড়ে পালন এই স্বঘোষিত গুরু৷ বহুবার সমন পাঠিয়েও তাঁকে দেশে ফেরানো সম্ভব হয়নি৷ উল্টে ইকুয়েডরে একটি আস্ত দ্বীপ কিনে ফেলেন তিনি৷ সেই দ্বীপেরই নাম রেখেছেন ‘কৈলাস’৷ 

আরও পড়ুন- আমার শেষ ইচ্ছা পূরন করতে পারবেন? মোদীকে চিঠি লিখে আত্মঘাতী নাবালিকা

 

এর আগে অবশ্য নিত্যনন্দের আশ্রয় নেওয়ার কথা অস্বীকার করেছিল ইকুয়েডর সরকার৷ কিন্তু পরে সেখানেই একটি দ্বীপ কিনে রাষ্ট্র গড়ার কথা ঘোষণা করেছেন নিত্যানন্দ৷ দেশে না ফিরলেও গত কয়েক মাসে তাঁর একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে৷ যেখানে দেশ, সেনাবাহিনী, ব্যাঙ্ক গঠনের কথা জানিয়েছিলেন তিনি৷ নিত্যানন্দের দাবি, তাঁর দেশ ‘কৈলাস’ই বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *