এই ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা আছে? বেসরকারিরণের দরজা খুলছে কেন্দ্র

বেশ কয়েকটি ব্যাঙ্কের বেসরকারিকণের কথা আগেই জানিয়েছিল নীতি আয়োগ। মূলত রাজকোষের ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  এবার সেই কাজ অতি দ্রুত শেষ করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দ্রুত নির্দেশ এল বলেই জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র,  ইউকো ব্যাঙ্ক, ও আইডিবিআই ব্যাঙ্কের  যেসব শেয়ার সরকারের হাতে রয়েছে, তা দ্রুত বিক্রি করার নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে। 

 

নয়াদিল্লি: বেশ কয়েকটি ব্যাঙ্কের বেসরকারিকণের কথা আগেই জানিয়েছিল নীতি আয়োগ। মূলত রাজকোষের ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷  এবার সেই কাজ অতি দ্রুত শেষ করার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাঙ্ক, ও আইডিবিআই ব্যাঙ্কের যেসব শেয়ার সরকারের হাতে রয়েছে, তা দ্রুত বিক্রি করার নির্দেশ এসেছে বলে সূত্রের খবর৷

আরও পড়ুন- শেষ ৪ মাসে দেশে কর্মহীন ২.৩০ কোটি বেতনভুক কর্মী, বলছে সিএমআইই

আগেই ২৭টি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্ককে ১২টি নামিয়ে আনা হয়েছে সংযুক্তিকরণের মধ্য দিয়ে। এবার তা পাঁচে নিয়ে আসা হবে৷ বাকি সব ব্যাঙ্ক চলতি আর্থিক বছরের মধ্যেই বেসরকারি হাতে চলে যাবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তবে সমগ্র বিষয়টি কয়েকটি ধাপে করা হবে৷ প্রথমে চারটি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন- সুশান্তের ঘরে তালা ভাঙার পর ঠিক কী হয়েছিল? ফাঁস করলেন চাবিওয়ালা

২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ভারতে কেন্দ্র পাঁচ লক্ষ ডলারের অর্থনীতি গড়ে তুলতে চায় কেন্দ্র। ব্যাঙ্কের সংযুক্তিকরণ ও বেসরকারিকরণের মধ্যেই এর গতি আসবে বলে মনে করছে কেন্দ্র৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এর ফলে নতুন বড় ব্যাঙ্কগুলির পরিধি বাড়বে। পাশাপাশি উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে পরিষেবা আরও বাড়বে। যদিও করোনার জেরে দেশের অর্থনীতি থমকে গেছে। কিছুটা হাল ফেরানোর জন্যই দ্রুত কেন্দ্র ব্যাঙ্কগুলি বেসরকারিকরণ করতে চাইছে বলেই মনে করা হচ্ছে৷ তবে বিশেষজ্ঞরা, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছে৷ তাঁরা জানিয়েছেন, যে হারে ব্যাঙ্ক দুর্নীতি, ব্যাঙ্ক জালিয়াতি বাড়ছে, তাতে বেসরকারিকরণ হয়ে গেলে ব্যাঙ্কে নিজেদের গচ্ছিত অর্থ রাখতে আদৌ ভরসা পাবে না দেশের সাধারণ মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =