সুশান্তের মৃত্যুর আগে কী কথা হয়েছিল মহেশ-রিয়ার? ফাঁস হোয়াটসঅ্যাপ চ্যাট

সুশান্তের মৃত্যুর আগে কী কথা হয়েছিল মহেশ-রিয়ার? ফাঁস হোয়াটসঅ্যাপ চ্যাট

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের উপর থেকে উঠল আরও একটি পর্দা৷ প্রকাশ্যে এল রিয়া চক্রবর্তী এবং মহেশ ভাটের হোয়াটঅ্যাপ চ্যাট৷ এই চ্যাট থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে যে, গত ৮ জুন নিজেই সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছিলেন রিয়া৷ আর তাতে সম্পূর্ণ সায় ছিল মহেশ ভাটের৷ 

আরও পড়ুন- আদানি গোষ্ঠীর হাতে কেন কেরল বিমানবন্দর? ব্যাখ্যা বিমানমন্ত্রীর

 

সুশান্তের মৃত্যুর পর থেকেই রিয়া এবং মহেশ ভাটকে কাঠগড়ায় তুলেছে নেটিজেনরা৷ তাঁদের সম্পর্ক নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে৷ মহেশের কথা শুনেই রিয়া সুশান্তের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল বলেও বারবার দাবি উঠেছে৷ অভিনেতার মৃত্যুর ২ মাস পর ফাঁস হওয়া রিয়া এবং মহেশের হোয়াটসঅ্যাপ চ্যাট সেই জল্পনা আরও উস্কে দিল৷ সুশান্তের ফ্ল্যাট ছাড়ার পর রিয়া মহেশকে লিখেছিলেন, ‘‘আয়েশা ভারী হৃদয় ও মুক্তির কথা ভেবেই বেরিয়ে এসেছে স্যার! আমাদের শেষ কথা হয়েছিল, ঘুম থেকে ওঠার সময়, আপনিই আমার দেবদূত ছিলেন আর থাকবেন।” প্রসঙ্গত, মহেশ ভাট প্রযোজিত ‘জালেবি’ ছবিতে রিয়ার চরিত্রের নাম ‘আয়েশা’। 

 

এর উত্তরে মহেশ ভাট লিখেছিলেন, ‘‘পিছনে ফিরে তাকিও না৷ যা ঘটার সেটাই ঘটেছে৷ তোমার বাবার প্রতি ভালবাসা রইল। উনি এখন খুশি হবেন।” এর পর রিয়া ফের লেখেন, ‘‘কিছুটা সাহস পেয়েছি স্যার, আপনি আমার বাবার সম্পর্কে সেদিন ফোনে যা বলেছিলেন, সেটা আমায় শক্ত হতে সাহায্য করেছে।” রিয়া আরও লেখেন, ‘‘আমি আপনার প্রতি আবেগতাড়িত৷’’ এই ‘সাহসি’ পদক্ষেপের জন্য রিয়াকে শুভেচ্ছাও জানান মহেশ৷ 

আরও পড়ুন- সুশান্তের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবেন কারা? তুঙ্গে চর্চা

 

পৃথক একটি মেসেজে রিয়া মহেশের উদ্দেশে লিখেছিলেন, ‘‘ভবিতব্যকে ধন্যবাদ জানাই যে আমি আপনাকে পেয়েছি৷’’ ‘‘আপনি একেবারে ঠিক’’ এবং ‘‘শুধু সিনেমার জন্য নয়, এর বাইরেও কিছু রয়েছে, আপনার প্রতিটা কথা আমার কানে বাজে৷ আপনার নিঃস্বার্থ ভালোবাসায় আমি গভীর ভাবে প্রভাবিত৷’’   

ই কথোপকথন থেকেই পরিষ্কার কতটা গভীর ছিল রিয়া এবং মহেশের সম্পর্ক। এর থেকে এটাও স্পষ্ট যে, সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্কে খুশি ছিলেন না তাঁর বাবাও৷ রিয়াকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন বারবার পরামর্শ দিয়েছিলেন মহেশ৷ সুশান্তের মৃত্যুর ৬ দিন আগে অর্থাৎ ৮ জুন তাঁর ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসেন রিয়া৷ ওই দিন রাতে মহেশ ভাটের সঙ্গে হোয়াটসঅ্যাপে রিয়ার কী কথা হয়েছিল, চ্যাট ঘেঁটে সেটাই উদ্ধার করা হয়েছে৷ আপাতত সুশান্তের মৃত্যুরহস্য তদন্তের ভার নিয়েছে সিবিআই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *