সুশান্তের রাঁধুনিকে দীর্ঘ জেরা, মুম্বই পুলিশের থেকে নথি সংগ্রহ সিবিআই-এর

সুশান্তের রাঁধুনিকে দীর্ঘ জেরা, মুম্বই পুলিশের থেকে নথি সংগ্রহ সিবিআই-এর

 

মুম্বই: সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তভার এখন সিবিআই-এর হাতে৷ তদন্তভার হাতে নিয়ে গতকালই মুম্বই পৌঁছন সেন্টার ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অফিসাররা৷ শুক্রবার সকাল থেকেই শুরু হয় তদন্তের কাজ৷ এদিন সকালে এই ঘটনার অন্যতম সাক্ষী সুশান্তের বাড়ির রাঁধুনিকে জেরা করা হয়৷ পাশাপাশি মুম্বই পুলিশের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করেন সিবিআই অফিসাররা৷

আরও পড়ুন- সুশান্তের মৃত্যুর আগে কী কথা হয়েছিল মহেশ-রিয়ার? ফাঁস হোয়াটসঅ্যাপ চ্যাট

 

এই হাই-প্রোফাইল মামলার তদন্তভার হাতে নিতে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (এসপি) নূপুর প্রসাদের নেতৃত্বে গতকাল রাতেই মুম্বই এসে পৌঁছয় সিবিআই-এর স্পেশ্যাল টিম৷ এই তদন্তকারী দলের সঙ্গে রয়েছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ফরেন্সিক বিশেষজ্ঞরাও৷ এদিন সকালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং সান্তাক্রুজে বায়ুসেনার গেস্ট হাইসে নিয়ে এসে জেরা করা হয় সুশান্তের রাঁধুনিকে৷ এদিন একটি গাড়ির মধ্যে সিবিআই-এর এক অফিসারের পাশে সুশান্তের রাঁধুনিকে বসে থাকতে দেখা যায়৷ গাড়ি থেকে নামিয়ে তাঁকে নিয়ে গেস্ট হাউজে ঢোকেন অফিসাররা৷ 

 

অন্যদিকে, সিবিআই-এর অপর একটি দল এসপি ব়্যাঙ্কের এক অফিসারের নেতৃত্বে বান্দ্রা পুলিশ স্টেশনে পৌঁছয়৷ এই থানাতেই অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট নথিভুক্ত করা হয়েছিল৷ সেখান থেকে কেস ডায়েরি, প্রয়োজনীয় নথি এবং সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করেন তাঁরা৷  এছাড়াও সুশান্ত মামলার তদন্ত দলের নেতৃত্বে থাকা মুম্বই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা। 

আরও পড়ুন- আদানি গোষ্ঠীর হাতে কেন কেরল বিমানবন্দর? ব্যাখ্যা বিমানমন্ত্রীর

 

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, এই মামলায় জড়িতদের বয়ানও রেকর্ড করবে তদন্তকারী দল৷ পাশাপাশি সুশান্তের আর্থিক লেনদেনের দিকটিও খতিয়ে দেবেন সিবিআই অফিসাররা৷ সিবিআইয়ের ওই তদন্তকারী দলের সঙ্গে থাকা সেন্ট্রাল ফরেন্সেকক সায়েন্স ল্যাবরেটরির ফরেন্সিক বিশেষজ্ঞরা মুম্বইয়ে অভিনেতার বাড়ি ঘুরে দেখবেন। তবে দৃঢ় প্রমাণ ছাড়া কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা৷ 

 

গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানায় যে, আত্মহত্যা করেছেন অভিনেতা। যদিও ছেলের মৃত্যুর জন্য সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে দায়ী করে মামলা করেন সুশান্তের বাবা৷ এছাড়াও সুশান্তের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা হাতিয়ে নেওয়া ও তাঁকে মানসিক নির্যাতনের অভিযোগও আনেন রিয়ার বিরুদ্ধে৷ সুশান্তের বাবার করা টাকা তছরুপ মামলার পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে রিয়া চক্রবর্তী ও আরও ৫ জনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন-  ৩ মাসের বেতনের ৫০% বেকার ভাতা দেবে কেন্দ্রের, ESIC বৈঠকে সিদ্ধান্ত

 

বুধবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্ব মুম্বই এবং বিহার পুলিশের থেকে নিয়ে নিজের মতো করে কাজ শুরু করতে পারে সিবিআই। প্রয়োজনে নতুন করে এফআইআরও দায়ের করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মৃত্যু তদন্তে সিবিআই-কে সবরকম সাহায্যের নির্দেশও দেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =