নয়াদিল্লি: বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল্লি পুলিশের জালে সন্দেহভাজন আইএসআইএস (ISIS) জঙ্গি৷ শুক্রবার রাতে ব্যাপক গুলির লড়াইয়ের পর ওই আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল৷
গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে রাজধানীর রিং রোডের কাছে করলবাগ ও ধৌলা কুয়ান এলাকার মাঝামাঝি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশ৷ বুদ্ধ জয়ন্তী পার্কের কাছে তল্লাশি চালানোর সময় ওই আইএসআইএস জঙ্গির সঙ্গে শুরু হয় তুমুল গুলির লড়াই৷ এর পরেই ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়৷ ধৃত জঙ্গির কাছ থেকে দুটি আইইডি বিস্ফোরক ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃত জঙ্গির নাম আবু ইউসুফ খান৷ সে উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ গ্রেফতার হওয়া ওই জঙ্গির কাছ থেকে গাজিয়াবাদের নম্বর প্লেট দেওয়া একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- প্রকাশ্যে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট, খতিয়ে দেখবে এইমস-এর ফরেন্সিক বিশেষজ্ঞের দল
এখনও রাজধানীর ওই এলাকায় চলছে তল্লাশি অভিযান৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজধানীতে৷ দিল্লি পুলিশের স্পেশাল সেলের সহকারী কমিশনার প্রমোদ সিং কুশওয়া বলেন, ‘করোল বাগ ও ধৌলা কুয়ানের মধ্যবর্তী এলাকায় তীব্র গুলির লড়াইয়ের পর এক আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ওই জঙ্গির কাছ থেকে একটি পিস্তল ও আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷ একটি প্রেসার কুকারের মধ্যে রাখা ছিল ওই আইইডি।’’
আরও পড়ুন- নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন অর্থ সচিব রাজীব কুমার
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগেই জঙ্গিহানার সতর্কতা জারি করা হয়েছিল৷ এদিন গ্রেফতার করার পর ধৃত জঙ্গি আবু ইউসুফ খানকে লোধি কলোনিতে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই জেরা করা হচ্ছে তাকে৷ কোনও নেতার ওপর হামলা পরিকল্পনা ছিল, নাকি অন্য কোনও কোনও পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা চলছে।