বন্দে ভারত এক্সপ্রেস থামিয়ে চিনকে ‘শিক্ষা’! বাতিল ৪৪টি রেকের দরপত্র

বন্দে ভারত এক্সপ্রেস থামিয়ে চিনকে ‘শিক্ষা’! বাতিল ৪৪টি রেকের দরপত্র

চেন্নাই: ভারত-চিন সীমান্ত সংঘাতের পর ফের চিনকে বাণিজ্যিক ধাক্কা ভারতের৷ চিনা পন্যা আমদানিতে নিষেধাজ্ঞা চাপানোর পর এবার বন্দে ভারত এক্সপ্রেসের ৪৪টি নতুন রেক তৈরির দরপত্র বাতিল করার সিদ্ধান্ত কার্যকর করল ভারতীয় রেল৷

জানা গিয়েছে, চিনা সংস্থাকে এড়িয়ে অন্য সংস্থাকে সুযোগ দিতে আগামী সপ্তাহে নতুন করে দরপত্র ডাকা হতে পারে বলে খবর৷ ‘মেক ইন ইন্ডিয়া’কে গুরুত্ব দিয়ে চিনা সংস্থার বরাত বাতিল করার ঘোষণা করা হয়েছে৷

এর আগে বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেক তৈরির জন্য বরাত দেওয়া হয়েছিল চিনা সংস্থাকে৷ বন্দে ভারত এক্সপ্রেসের ৪৪টি রেক তৈরির জন্য ‘গ্লোবাল টেন্ডার’ ডেকেছিল চেন্নাইয়ের ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরি৷ সেখানে সব থেকে কম টাকায় কাজ করার প্রস্তাব দিয়ে চিনা সংস্থা দরপত্র জিতে নেয়৷ কিন্তু, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের তাণ্ডবের পর চিনকে যোগ্য জবাব দিতে ব্যাণিজ্যিক ধাক্কা দিতে শুরু করেছে ভারত৷ চিনা অ্যাপ থেকে আমদানি-রফতানির উপরও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা৷ এবার চিনকে শিক্ষা দিতে চিনা দরপত্র বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

এই মুহূর্তে দেশে মাত্র দু’টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে৷  ২০১৯-এর ১৫ ফেব্রুয়ারি প্রথম ট্রেনটি চালু করেন প্রধানমন্ত্রী৷ নয়াদিল্লি থেকে বারাণসী ও নয়াদিল্লি-কাটরা রুটে দুটি ট্রেন এখন চলাচল করে৷ দু’টি ট্রেনই ১০০ শতাংশ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে তৈরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *