নয়াদিল্লি: বাসে করে কতদূর ঘুরতে যাওয়া যেতে পারে পুরী। খুব বেশি হলে দিল্লি। হ্যাঁ, কিছু কিছু ট্রাভেল এজেন্সি বাসে করে কখনও উত্তর ভারত বা কখনও দক্ষিণ ভারত ঘোরানোর পরিকল্পনা করে। কিন্তু বাসে করে একেবারে লন্ডন। না, একথা কেউ কল্পনাও করতে পারে না। লন্ডনের মতো দুরত্ব যেতে গেলে মানুষ প্লেনের ওপর ভরসা করে। কিন্তু গুরগাঁওয়ের একটি সংস্থা বাসে দিল্লি থেকে লন্ডনের কথা শুধু ভাবেছে তা নয়, পরিকল্পনা শেষ। বাসে করে লন্ডন যাওয়ার সময় ঘোরানো হবে সমস্ত পর্যটন কেন্দ্রও।
আরও পড়ুন- ওস্তাদ বিসমিল্লা খানের বাড়ি ভেঙে শপিংমল! ভাঙা বাড়ি সংরক্ষণের আর্জি অখিলেশের
গুরগাওয়ের একটি পর্যটন সংস্থা তাদের ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেছে। প্রায় ৭০ দিন ১৮টি দেশ অতিক্রম করে বাসটি দিল্লি থেকে লন্ডনে যাবে। সেই রুটম্যাপ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। আর ১৮টি দেশের ওপর দিয়ে যেতে যেতে সেখানকার প্রধান প্রধান পর্যটন কেন্দ্রও ঘোরানো হবে বলে জানানো হয়েছেয যেন চিনের ওপর দিয়ে যাওয়ার সময় পর্যটকরা দেখতে পাবেন চিনের বিখ্যাত প্রাচীর। প্রায় ২০,০০০ কিলোমিটার পথ পের হবে বাসটি। বুখারা, তাসকেন্ট, উজবেকিস্তানের মতো একাধিক দেশ অতিক্রম করবে বাসটি। লন্ডনে পৌঁছনোর আগে মস্কো, প্রাগ, ব্রাসেলসের ওপর দিয়ে বাসটি যাবে বলে জানা গিয়েছে। সংস্থাটি ইতিমধ্যে একটি রুট ম্যাপ তৈরি করেছে বলে জানা গিয়েছে। আগামী বছরের মে মাসে এই যাত্রা শুরু হবে। দুই মাসের বেশি সময় লাগবে এই যাত্রা পথ অতিক্রম করতে।
আরও পড়ুন- করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী, টেস্ট করালেন মুখ্যমন্ত্রীও
জানা গিয়েছে,১৯৬০ সালে একটি কলকাতা থেকে লন্ডন যেত। সেই বাসটির নাম ছিল অ্যালবার্ট। গোটা ভ্রমণকে সংস্থার তরফে জানানো হয়েছে অ্যালবার্ট ট্যুর। বাসে কলকাতা থেকে লন্ডনের খরচ পড়ে ১৩,৫১৮ টাকা। তবে বর্তমান যাত্রায় কত টাকা খরচ পড়বে, বা ট্যুরটি কেমন হবে তা জানতে সংস্থার ওয়েব সাইডি উঁকি মারতে হবে।