নয়াদিল্লি: দেশ জুড়ে এখন চলছে আনলক প্রক্রিয়া। এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলে ছাড় দেওয়া হয়েছে। যদিও কিছু রাজ্য সেই ক্ষেত্রে ছাড় দিচ্ছে না বলে খবর। এই পরিস্থিতিতে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্ললা সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে জানালেন, যেন পণ্য ও মানুষের অন্তঃরাজ্য এবং আন্তঃরাজ্য চলাচলে বাধা না দেওয়া হয়।
রাজ্যগুলিকে লেখা চিঠিতে অজয় ভাললা লেখেন, “বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গিয়েছে যে, বিভিন্ন জায়গায় স্থানীয় স্তরে জেলা ও রাজ্য প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে আন্তঃরাজ্য পণ্য ও পরিষেবা সমস্যার মুখে পড়েছে। যে কারণে সরবরাহ অর্থনৈতিক কার্যাবলী ও কর্মসংস্থান এবং পণ্য ও পরিষেবায় ঘাটতি দেখা দিচ্ছে।” পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠিতে আরও লেখেন, এই ধরণের নিষেধাজ্ঞা ২০০৫ বিপর্যয় মোকাবিলা আইনের বিরোধী। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, “সেই জন্যই আমি অনুরোধ জানাচ্ছি, পণ্য ও পরিষেবা এবং মানুষের আন্তঃরাজ্য এবং অন্তঃরাজ্য চলাচলে কোনও বিধি-নিষেধ আরোপ করা যাবে না। যাতে উল্লেখিত স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা পালন করা হয়।” স্বরাষ্ট্র সচিব আরও জানান, প্রতিবেশী দেশ স্থল সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে আলাদা করে কোনও অনুমতি বা ই-পারমিট প্ৰয়োজন নেই।