উত্তরপ্রদেশ: সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী চেতন চৌহানের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু তাঁর মৃত্যু নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশের এই মন্ত্রীর মৃত্যু ঘিরে রাজনৈতিক তর্জমা তুঙ্গে। চৌহানের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতার প্রশ্ন তুলে উত্তরপ্রদেশ সরকারকে বিঁধেছে শিব সেনা। এমনকী, আপ নেতা সঞ্জয় সিং হাসপাতাল কর্তৃপক্ষের নামে মামলাও করেছেন। শিব সেনার পক্ষ থেকে চৌহানের মৃত্যু মামলায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।
জুলাই মাসে অভিনেতা অমিতাভ বচ্চনের করোনা সংক্রমণের খবরের সঙ্গেই চেতন চৌহানের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার তথা মন্ত্রী চেতন চৌহানকে এরপর লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এরপর হাসপাতাল তরফে মন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করার কথা জানাজানি হয়। চেতনকে হরিয়ানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সমাজবাদী পার্টির বিধান পরিষদের সদস্য সুনীল সিং সাজান এই ঘটনার সাক্ষী ছিলেন বলে জানান। তিনি অভিযোগ করেছেন, করোনার ফলে চেতনের মৃত্যু হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। চিকিৎসার ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে। সেই কারণেই উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে চেতনের।
সুনীল সিং সাজানের এই অভিযোগের পর উত্তরপ্রদেশের সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। শিব সেনার একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁরা দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ চেতনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এমনকি তাঁরা জানান হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির ফলে ইতিমধ্যেই দুজন ব্যাক্তি বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন। কিন্তু সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি এখনও। শিব সেনার ওই প্রতিনিধি দলই রাজ্যপালের কাছে চেতনের মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি তোলেন। শিব সেনার পাশাপাশি চেতনের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টিও। সব মিলিয়ে চেতন চৌহানের মৃত্যু ঘিরে উত্তরপ্রদেশের রাজনৈতিক ডামাডোল এখন তুঙ্গে।