নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে গরিব পড়ুয়াদের পাশে দাঁড়ানো, যখনই সমস্যার কথা জানতে পেরেছেন, তখনই ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ৷ আরও একবার অসহায় শ্রমিকদের মাথায় বটবৃক্ষের ছায়ার মতো দাঁড়ালেন অভিনেতা৷ নয়ডায় আশ্রয়হীন ২০ হাজার শ্রমিকের থাকার ব্যবস্থা করতে চলেছেন তিনি৷ টুইট করে নিজে একথা জানিয়েছেন সোনু৷ শুধু মাথা গোঁজার আশ্রয়ই নয়, সঙ্গে জীবন ধারনের জন্য কাজের বন্দোবস্ত করার আশ্বাসও দিয়েছেন অভিনেতা৷
আরও পড়ুন- ওড়ার আগেই প্রযুক্তি বিভ্রাট, ভারতে আসছে না মোদীর অত্যাধুনিক বিমান
সোনু জানিয়েছেন, চালচুলোহীন এই শ্রমিকদের পোশাক তৈরির কারখানায় কাজের বন্দোবস্ত করবেন তিনি৷ অভিনেতা টুইটে লেখেন, ‘‘আমি খুবই আনন্দের সঙ্গে ২০ হাজার শ্রমিকের থাকার ব্যবস্থা করতে চলেছি৷ ‘প্রবাসী রোজগার’-এর মাধ্যমে নয়ডার একটি গার্মেন্ট ইউনিটে তাঁদের কাজের ব্যবস্থাও করা হবে৷’’ শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশে রাখার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সোনু আরও জানান, ‘‘এনএইসি সভাপতি শ্রী ললিত ঠুকরালের সহযোগিতায় আমরা দিনরাত এই মহৎ উদ্দেশ্য @প্রবাসীরোজগার-এর জন্য কাজ করে চলেছি৷’’
করোনা পরিস্থিতিতে সারা দেশে লকডাউন শুরু হওয়ার পর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন পরিযায়ী শ্রমিকরা৷ দেশের প্রতিটি প্রান্তে ফুটে ওঠেছিল তাঁদের দুর্দশার ছবি৷ সেই সময় ত্রাতা হয়ে ওঠেন বলিউড তারকা সোনু সুদ৷ শ্রমিকরা যখনই সমস্যায় পড়েছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি৷ ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ীদের ঘরে ফিরিয়েছেন৷ তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করেছেন৷
আরও পড়ুন- কোথায় ছিল মোদীর বাবার চায়ের দোকান? RTI-এ নয়া তথ্য রেলের
শুধু তাই নয়, মাস খানের আগে একটি সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা গিয়েছিল হিমাচলপ্রদেশের সীমানা ঘেঁষা হরিয়ানার মোরনির প্রত্যন্ত গ্রামে বেশ কিছু পড়ুয়ার কাছে স্মার্টফোন নেই। স্মার্টফোন না থাকায় তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না৷ কয়েক মাইল দূরে বন্ধু-আত্মীয়দের বাড়ি গিয়ে পড়তে হচ্ছে তাদের৷ এই খবরটি জানিয়ে ওই সাংবাদিক হরিয়ানা সরকার ও সোনু সুদের কাছে সাহায্য চান৷ এর পরেই সোনু টুইট করে জানান, ‘বাচ্চাদের আর দৌড়তে হবে না। ওরা কালকের মধ্যেই স্মার্টফোন হাতে পেয়ে যাবে।’ প্রতিশ্রুতিমতো গত কালই স্মার্টফোন পেয়ে গিয়েছে পড়ুয়ারা।