BREAKING: মহরমের তাজিয়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের, খারিজ আবেদন

BREAKING: মহরমের তাজিয়ায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের, খারিজ আবেদন

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে সারা দেশে মহরমের শোভাযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব নয়৷ বৃহস্পতিবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ মহরমের শোভাযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷

এদিন ওই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত৷ সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিল, জনগণের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত৷ প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এদিন জানায়, “সারা দেশের জন্য একটি সর্বসাধারণ রায় দেওয়ার আর্জি জানানো হয়েছিল৷ গোটা দেশে মহরমের জন্য একইরকম নির্দেশ দেওয়া সম্ভব নয়। মহরমের শোভাযাত্রায় অনুমতি দেওয়া হলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে৷ করোনা সংক্রমণ ছড়ানোর জন্য পুরো সম্প্রদায়ের মানুষকেই কাঠগড়ায় তোলা হবে৷ আমরা সেটা চাই না৷ তাই মহরমের অনুমতি দেওয়ার অর্থ একটা গোটা সম্প্রদায়কে সমস্যার মধ্যে ঠেলে দেওয়া।”

আবেদনকারীকে এই পিটিশন প্রত্যাহার করে নেওয়ার অনুমতি দিয়েছে৷ আবেদনকারী চাইলে হাইকোর্টে মামলা করতে পারে বলেও জানানো হয়েছে৷ করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে উৎসবের রং৷ এ বছর মুম্বইয়ে সবচেয়ে বড় গণেশ উৎসব ছিল ফিকে৷ সাদামাটা ভাবে পালিত হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান৷ তবে মহরম যাতে প্রতি বছরের মতোই পালন করা যায়, সেই আর্জি জানিয়েই সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা৷ আবেদন জানিয়েছিলেন মুসলিম ধর্মাবলম্বী এক ব্যক্তি৷

তাঁর আবেদন ছিল, শর্তসাপেক্ষে যেমন পুরীর রথযাত্রায় অনুমতি দেওয়া হয়েছিল, মুম্বইয়ে পরিশান উৎসবের জন্য জৈন সম্প্রদায়কে ছাড় দেওয়া হয়েছিল, তেমনই মহরমের শোভাযাত্রা বার করারও অনুমতি দিক শীর্ষ আদালত৷ এই আর্জি প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘‘জৈন উৎসব বা পুরীর রথযাত্রার ক্ষেত্রে ঝুঁকির মাত্রা মূল্যায়ন করা গিয়েছে। কারণ সেটা একটি নির্দিষ্ট জায়গায় হচ্ছিল। আপনি সারাদেশের জন্য আর্জি জানিয়েছেন। কোনও নির্দিষ্ট জায়গার জন্য আর্জি জানানো হলে বিষয়টি বিবেচনা করে দেখা যেত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *