ভারতীয় বায়ুসেনায় যুক্ত হচ্ছে রাফাল, ঘুম ছুটছে চিন-পাকিস্তানের

ভারতীয় বায়ুসেনায় যুক্ত হচ্ছে রাফাল, ঘুম ছুটছে চিন-পাকিস্তানের

 

নয়াদিল্লি:  অবশেষে অপেক্ষার অবসান৷ চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে আগামী ১০ সেপ্টেম্বর ভারতীয় বায়ুসেনায় আনু্ষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে ফ্রান্স থেকে আনা পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল৷ ওই দিন আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে ফাইটার জেট রাফালের৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ আমন্ত্রণ জানানো হবে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লেকেও৷ 

আরও পড়ুন- BREAKING: নিতেই হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টের

 

সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ ৪ থেকে ৬ সেপ্টেম্বর বৈঠক হওয়ার কথা৷ রাশিয়া থেকে ফেরার পরই ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পাঁচটি রাফাল বায়ুসেনার হাতে তুলে দেবেন রাজনাথ৷ সেনা সূত্রে খবর, ‘‘আগামী ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে রাফালে যুদ্ধবিমানকে আনু্ষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় যুক্ত করা হবে। ভারত–ফ্রান্স সম্পর্কের কথা মাথায় রেখে ফরাসি প্রতিরক্ষামন্ত্রীকেও অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’ 

চার বছর আগে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার রাফাল চুক্তি হয়েছিল ভারতের৷ এই রাফাল চুক্তি নিয়ে বহু জলঘোলা হয়েছে৷ অবশেষে চলতি বছর  ভারতের হাতে আসে প্রথম ধাপের ৫টি রাফাল।  গত ২৯ জুলাই মাসে ফ্রান্স থেকে ভারতের মাটিতে পৌঁছয় অত্যাধুনিক রাফাল জেট৷ প্রায় সাত হাজার কিলোমিটার পথ পেরিয়ে রাফাল এসে পৌঁছয় ভারতে৷ সেইসঙ্গে ভারতীয় বায়ুসেনার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় এই গেম চেঞ্জার’ মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্টস। 

আরও পড়ুন- ‘সুশান্তের পরিবারই প্যান্ডোরার বাক্স খুলেছে’ পাল্টা অভিযোগ রিয়ার

 

জোড়া ইঞ্জিনযুক্ত এই অত্যাধুনিক যুদ্ধবিমানের একই সময়ে একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা রয়েছে৷ এই যুদ্ধবিমান বায়ু থেকে বায়ু মেটেরো মিসাইল, মিকা মাল্টিমিশন মিসাইল এবং স্ক্যাল্প ডিপ-স্ট্রাইক ক্রুজ মিসাইল বহনে সক্ষম৷ এটি বহু দূর থেকে রায়ু থেকে মাটিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷  আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে বিভিন্ন প্রকারের ৩০০টির বেশি ফাইটার জেট প্রয়োজন ভারতের৷ যার কিছুটা তৈরি হবে দেশে৷ কিছু আনা হবে বিদেশ থেকে৷ তবে রাফালের অন্তর্ভুক্তিতে দুই প্রতিবেশী চিন ও পাকিস্তান যে চাপে পড়তে চলেছে তা বলাই বাহুল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *