নয়াদিল্লি: মাসিক বেতার অনুষ্ঠানে রবিবার ‘মন কী বাতে’ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবারের ‘মন কী বাত’ অনুষ্ঠানে আনলক-৪ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখতে পারেন তিনি৷
এর আগের আনলক পর্বগুলিতে ও লকডাউনের সময় জাতীর উদ্দেশ্যে একাধিক ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এবার ১ সেপ্টেম্বর শুরু হতে চলা আনলক-৪ পর্ব নিয়েও বেশ কিছু বার্তা দিতে পারেন নমো৷ এই প্রক্রিয়ায় রাজ্যগুলি ইচ্ছে করলে লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা চালু করতে পারে, এই মর্মে শুরু হয়েছে প্রস্তুতি৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায়ের রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখে লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা চালু করার ইচ্ছে প্রকাশ করেছেন৷
এবিষয়ে রেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে খবর৷ এর আগে একাধিক ভাষণে স্বাস্থ্য বিধি মেনে চলার সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিকে সচল রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তারই প্রক্রিয়া হিসেবে ধাপে ধাপে বিভিন্ন পরিষেবা চালু করা হচ্ছে৷