নয়াদিল্লি: ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ভারত ৩৬টি রাফাল যুদ্ধ বিমানের চুক্তি করেছিল৷ তার মধ্যে পাঁচটি ভারতে চলে এসেছে৷ চলতি বছরেই আরও ৪টি রাফাল বিমান ভারতে আসবে বলে জানা গিয়েছে। অক্টোবরে আরও চারটি রাফাল বিমানের ভারতে আসার কথা রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- জিএসটি'র ঘাটতি মেটানোর দায় নেবে না কেন্দ্র, সবই ঈশ্বরের হাত! ঘোষণা সীতারমনের
মে মাসেই ফ্রান্স থেকে রাফাল বিমান আসার কথা ছিল৷ কিন্তু করোনা আবহের জন্য সেটা কিছুটা পিছিয়ে যায়৷ ২৯ জুলাই সেই যুদ্ধবিমানগুলি ভারতে আসে। হরিয়ানার আম্বালা সেনা ঘাঁটিতে সেই যুদ্ধ বিমানগুলি রয়েছে৷ আগামী ১০ সেপ্টেম্বর ওই যুদ্ধ বিমানগুলিকে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে৷ বায়ু সেনার থেকে জানা গিয়েছে, রাফাল লাদাখে রাখা হবে৷ জানা গিয়েছে, এখন হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় সেই প্রস্তুতি চালাছে যুদ্ধবিমানগুলি৷ রাতের বেলা পাহাড়ি এলাকায় নজরদারি চালানোর প্রস্তুতি নিচ্ছেন পাইলটরা৷ প্রয়োজন হলে কীভাবে, মিসাইল ছুড়তে হবে শত্রু ঘাঁটিতে তার প্রশিক্ষণও চলছে৷
আরও পড়ুন- স্বাভাবিকের পথে বিমান পরিষেবা, খাবার-পানীয়ের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
বায়ুসেনা সূত্র জানাচ্ছে, রাফালের বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল ও এয়ার-টু-গ্রাউন্ড স্কাল্প মিসাইলের পরীক্ষা করা হচ্ছে৷ ১৫৯৭ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে রাতের বেলা কড়া পাহাড়া দেবে রাফাল৷ মিসাইল-যুক্ত হয়েই টহলদারি চালাবে যুদ্ধবিমান৷ দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী বিমান হল রাফাল৷ টন ওজনের রাফালের রেঞ্জ ৩৭০০ কিলোমিটার। শব্দের থেকে দ্রুত গতিতে রাফাল ছুটতে পারে। প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত টার্গেট করতে পারে। প্রতিটি মেটিওর মিসাইলের দাম ২০ কোটি টাকা৷