আধার কার্ড সংশোধন করতে চান? লাগবে ১০০ টাকা, নিয়মে বদল UIDAI-এর

আধার কার্ডের সংশোধনের নিয়ম বদল হচ্ছে বলে জানা গিয়েছে। মোবাইল নম্বর বা আধার কার্ডের ছবি বদল করতে কোনও নথির প্রয়োদন হবে না বলেই কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। তবে আধার সংক্রান্ত কোনও তথ্য আপডেট করতে গেলে এবার থেকে ১০০ টাকা লাগবে বলে জানা গিয়েছে। 

 

নয়াদিল্লি:  আধার কার্ডের সংশোধনের নিয়ম বদল হচ্ছে৷ মোবাইল নম্বর বা আধার কার্ডের ছবি বদল করতে কোনও নথির প্রয়োজন হবে না বলেই কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। তবে আধার সংক্রান্ত কোনও তথ্য আপডেট করতে গেলে এবার থেকে ১০০ টাকা লাগবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন-  রাজ্যের লকডাউনে ‘আপত্তি’ কেন্দ্রের! বাংলায় আদৌ হবে সাপ্তাহিক ঘরবন্দি?

আধার সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করার জন্য আধার সেবা কেন্দ্রে যাওয়া যাবে৷ ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়েও আপডেট করা যাবে তথ্য৷ জানা গিয়েছে, জন্মতারিখ, বাড়ির ঠিকানা, নাম, সংশোধন করা যাবে অনলাইনে। পরিচয়পত্র হিসেবে ৩২টি নথি প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। বাড়ির ঠিকানার প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে ৪৫টি নথি। তবে জন্ম তারিখ পরিবর্তনের জন্য ১৫টি নথি গ্রাহ্য হবে বলে জানা গিয়েছে। তবে বয়স, লিঙ্গ, বাড়ির ঠিকানা সংক্রান্ত কোনও তথ্য যদি আপডেট করতে ৫০ টাকা লাগবে। বাকি যে কোনও বিষয় আপডেট করতে ১০০ টাকা লাগবে বলে জানা গিয়েছে। ইউআইডিএআই তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- BIG BREAKING: স্কুলে যাবেন শিক্ষক-পড়ুয়ারা! চলবে মেট্রো, আনলক-৪ পর্বে নয়া ছাড় কেন্দ্রের

 

ইউআইডিএআই থেকে জানানো হয়েছে, অনলাইনে কোনও তথ্য আপডেট করা সম্ভব না হলে সেক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে আধারের তথ্য বার বার করা যাবে না বলেও  ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে। এই বিষয়ে  ইউআইডিএআইয়ের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *