চেন্নাই: একের পর এক লোগো দেখে গড়গড়িয়ে বলে চলেছে গাড়ির নাম৷ পুরোটাই যেন তার ঠোঁটস্থ৷ ১ মিনিটে ১৫০টি গাড়ির লোগো চিনে কামান করল চেন্নাইয়ের খুদে কেভিন রাহুল৷ নিজের ক্যারিশ্মায় ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২০ এবং এশিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল সাত বছরের এই বিস্ময় বালক৷
আরও পড়ুন- বিয়ের বয়সের সঙ্গেই জড়িয়ে রয়েছে মেয়েদের স্বাস্থ্য, ব্যাখ্যা বিশেষজ্ঞদের
এই সাফল্যে অভিবূত রাহুল৷ সে বলে, ‘‘আমি গাড়ি খুবই ভালোবাসি৷ এক মিনিটের মধ্যে ১৫০টি গাড়ির লোগো চিহ্নিত করতে পেরেছি৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২০ এবং এশিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠায় আমি অত্যন্ত খুশি৷’’ ছেলের সাফল্যে উচ্ছ্বসিত রাহুলের বাবা রাজুও৷ তিনি বলেন, ‘‘নিজের রেকর্ড নিজে ভাঙার ক্ষমতা রাখে রাহুল৷ ছোট থেকেই প্রখর স্মৃতিশক্তি ওর৷ সব কিছুই মনে রাখতে পারে ও৷ আমরা কোনও কিছু ভুলে গেলেও, ও কোনও ভাবেই কোনও কিছু ভুলে যায় না৷’’ ছোট্ট রাহুলের একটাই স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করা৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে আইসক্রিমও খাওয়ার ইচ্ছেও রয়েছে তার৷
আরও পড়ুন- নগ্ন হয়ে লছমনঝুলা ব্রিজে ভিডিও, চাপে পড়ে ক্ষমা চাউলেন ফরাসি মহিলা
কিন্তু এই স্বপ্ন পূরণ সহজ নয়৷ তাই রাজু তাঁর ছেলেকে বলেন, ‘‘এই ইচ্ছা পূরণ করতে হলে বিশেষ কোনও কাজ করতে হবে তোমাকে৷’’ রাজু বলেন, ‘‘আমি রাহুলকে বলেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে বড়সড় সাফল্য অর্জন করতে হবে৷’’ রাহুলের কাছে সবচেয়ে বড় অস্ত্র হল তার ক্ষুরধার মস্তিষ্ক৷ সেই সঙ্গে রয়েছে গাড়ির প্রতি ওর অফুরন্ত ভালোবাসা৷ তাই সবকিছু ভেবেই এই বিষয়টি পরিকল্পনা করেন রাজু৷ তিনি বলেন, ‘‘খেলার ছলেই গাড়ির লোগো চেনার পরিকল্পনা করি আমরা৷ সত্যি কথা বলতে এই কাজে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে রাহুল৷’’ ১ মিনিটে লোগো দেখে ঝড়ের গতিতে গাড়ির নাম আওড়ে তাক লাগিয়েছে সে৷