BREAKING: প্যাংগং লেকের দক্ষিণে ফের অনুপ্রবেশের চেষ্টা চিনের, রুখে দিল ভারত

BREAKING: প্যাংগং লেকের দক্ষিণে ফের অনুপ্রবেশের চেষ্টা চিনের, রুখে দিল ভারত

 

নয়াদিল্লি: ফের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে লাদাখ সীমান্তে৷ সামরিক পর্যায়ে বৈঠক চলার মাঝেই সীমান্তে ফের আগ্রাসী পদক্ষেপ করেছে চিনের লাল ফৌজ৷ গত সোমবার লাদাখ সীমান্তে প্যাংগং লেকের দক্ষিণে পাহাড়ি এলাকায় উস্কানিমূলক সামরিক পদক্ষেপ করে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করেছিল চিন৷ দু’দিন পর ফের একই এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালায় লাল ফৌজ৷ তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় বাহিনী৷ 

আরও পড়ুন- সুশান্তের মৃত্যু তদন্তে এখনও খুনের প্রমাণ মেলেনি: সিবিআই

 

প্রায় দেড় মাস শান্তির পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ফের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে ভারত ও চিন সেনা৷ সীমান্তে তৈরি রয়েছে দু’দেশের ট্যাঙ্ক বাহিনী৷ সেনা সূত্রে খবর, গতকাল রাতে ফের ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা ফৌজ৷ তাদের রুখে দেয় ভারতীয় জওয়ানরা৷ ইতিমধ্যে চাঞ্চল্যকর দাবি জানায় চিন৷ সীমান্ত পরিস্থিতির জন্য ভারতীয় সেনাবাহিনীর দিকে আঙুল তোলে দিল্লিতে অবস্থিত চিনা দূতাবাস। গত ৩১ অগস্ট রাতে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছে বলে দাবি করেছেন চিনের মুখপাত্র জি রং। তিনি বলেন, সীমান্ত সমঝোতা ভেঙে ভারতীয় সেনা প্যাংগং লেকের দক্ষিণে রেকিং পাসের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশ করেছে। ফলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন- রিয়াকে ইচ্ছা করে ‘ফ্রেম’ করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ স্বরা ভাস্করের

 

পাল্টা জবাব দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক৷ একটি বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাতে চিনের পিপলস লিবারেশন আর্মির অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা৷ চুসুলে সেনাস্তরে বৈঠকের মাঝেই সীমান্তে স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করে লাল ফৌজ৷ এদিকে চিনের দাবি, অন্য কোনও দেশের এক ইঞ্চি জমিও দখল করতে চায় না তারা৷ অথচ ভারত সহ এই মুহূর্তে বিশ্বের ১৮টি দেশের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত চলেছে চিনের৷

 

বর্তমানে লাদাখের চুসুল সেক্টরে ১৫ হাজার ফুট উঁচুতে বসে আছে ভারতীয় সেনা৷ চিনা সেনার অবস্থায় তার চেয়ে অনেকটাই নীচে৷ লাদাখে  প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নিজেদের এলাকার উপরে কড়া নজর রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। প্যাংগং লেকের দক্ষিণে একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানো হচ্ছে৷ যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *