নয়াদিল্লি: ফের একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ বলে ঘোষণা করল ভারত সরকার। জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিসহ ১১৮টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি হল। লাদাখে নতুন করে চিনা আগ্রাসনের ফলে উত্তেজনা বাড়তেই এই সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুসারে জানা যায় গোটা দেশের প্রায় ৩৩ মিলিয়নের কাছাকাছি পাবজি খেলোয়াড় রয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে জনপ্রিয় এই মোবাইল গেমটি তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা এবং রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই অ্যাপটির ওপর ধারা প্রয়োগ করা হয়েছে।
সরকারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করাই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর প্রয়োজনীয়তাকে রক্ষা করবে এই সিদ্ধান্ত বলেও মনে করছে সরকার। মন্ত্রকের তরফে বলা হয়েছে তাদের কাছে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন এবং আইওএস প্ল্যাটফর্মে থাকা অ্যাপ অপব্যবহার করে তথ্য চুরি এবং বেআইনী উপায়ে দেশের বাইরে বিভিন্ন স্থানে তথ্য পাচারের অভিযোগ এসেছে। মন্ত্রক জানিয়েছে শত্রুদের দ্বারা এভাবে তথ্য জোগাড় করা, খোঁজ করা এবং তালিকাভূক্ত করা দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে বিপন্ন করে তুলছে।
বিষয়টিতে যথেষ্ট গভীর গুরুত্ব এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রয়োজন বলে দাবি মন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম সেন্টারও এই খারাপ অ্যাপগুলি নিষিদ্ধ করার প্রস্তাব দেয় বসলে জানিয়েছে সরকার। সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে সংসদ ও সংসদের বাইরের জনপ্রতিনিধিদের চিন্তার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে জনগণের তরফে সমস্বরে দেশের সার্বভৌমত্ব এবং দেশের নাগরিকদের গোপনীয়তায় বিঘ্ন ঘটানো এই অ্যাপগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পাবজি মোবাইল ছাড়াও পাবজি মোবাইল লাইট, নর্ডিক ম্যাপ: লিভিক, উই চ্যাট ওয়ার্ক এবং উই চ্যাট রিডিংয়ের মত অ্যাপকেও নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে।