নয়াদিল্লি: গত সপ্তাহের 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় অ্যাপগুলিকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন সাধারণ মানুষের কাছে। ভারতকে আত্মনির্ভর করতেই প্রধানমন্ত্রী এই আবেদন করেছিলেন। প্রায় ৭০০০ টি দেশীয় অ্যাপের মধ্যে থেকে সেরা অ্যাপগুলিকে বেছে নিয়ে 'আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ' গ্রহণ করেছে কেন্দ্র। সেই আবেদনের সাড়া দিয়েছে ভারতবাসী।
বর্তমানে দেশীয় একাধিক অ্যাপ বাজারে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। সামাজিক বিভাগে যে দেশীয় অ্যাপগুলিকে ফলো করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, জোশ, স্ন্যাপচ্যাট, শেয়ারচ্যাট, মোজ, রোপোসো ও চিঙ্গারি। পাশাপাশি শিক্ষা বিভাগে এগিয়ে এসেছে আপ সরকার সেবা, দৃষ্টি, সরলদাতা, ভূট কিডস, পঞ্জাব এডুকেয়ার ও কুটুকি কিডসের মতো দেশীয় অ্যাপ গুলি। হেলথ অ্যান্ড ফিটনেস বিভাগের দেশীয় অ্যাপগুলির মধ্যে শীর্ষে রয়েছে আরোগ্য অ্যাপ। এছাড়াও এগিয়ে আছে আরও কয়েকটি দেশীয় অ্যাপ, সেগুলি হল- স্টেপসেটগো, হোম ওয়ার্কআউট, পুরুষদের লস ওয়েট অ্যাপ, ইনক্রিজ হাইট ওয়ার্কআউট, সিক্স প্যাক ইন ৩০ ডেজ ইত্যাদি।
বিদেশি কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত জনপ্রিয় অ্যাপগুলির বিকল্প হয়ে ওঠার জন্য দেশীয় অ্যাপগুলিকে আরও উন্নততর করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কু, স্টেপ সেট গো, জোহো, চিঙ্গারি, কুটুকি, এফটিসি ট্যালেন্ট ইত্যাদির মতো বিভিন্ন দেশীয় অ্যাপ গুলির প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। ভারতীয় নবপ্রজন্মের তৈরি দেশীয় অ্যাপ গুলির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, 'এ মাসের শুরুর দিকে, দেশের যুব সম্প্রদায়কে আত্মনির্ভর ভারত অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, তাতে প্রায় ৭০০০ জন আবেদন করেছে।' এক সরকারি আধিকারিকের কথায়, 'পরবর্তীকালে গুগল, ফেসবুক ও টুইটার ভারতে আসবে। এই সাইটগুলির ভারতীয় ভার্সান তৈরি করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।'