তিন বছর ধরেই চলছিল কাজ৷ ২০১৯ সালের কনসিউমার ইলেকট্রনিক্স শোয়ে নতুন ধরনের গাড়ি সামনে আনল Hyundai। এলিভেটেড কনসেপ্ট নামের এই গাড়িগুলি আর দশটা গাড়ির থেকে সম্পূর্ণ আলাদা৷
এই গাড়িগুলির চারটি করে পা থাকবে৷ এর ফলে আগে যে সব জায়গাতে কোনদিন গাড়ি পৌঁছাতে পারেনি সেই জায়গায় গাড়ি চেপে যাওয়া যাবে৷ Hyundai জানিয়েছে পৃথিবীর বাইরে অন্য গ্রহে সহজেই ঘুড়ে বেড়ানো যাবে এই গাড়ি চেপে৷
দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছে, যে কোন জায়গায় নতুন এলিভেটের কনসেক্ট গাড়ি যেতে পারবে৷ এই গাড়ির চারটি পা রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে৷ সিঁড়ি বেয়ে উঠে যেতে পারবে এই গাড়ি। তবে পা নাড়িয়ে চলাফেরার সময় গাড়ির ভিতরে যাত্রীকে বিশেষ নড়াচড়া সহ্য করতে হবে না। বরফের মধ্যে এই গাড়ি আটকে গেলে হেঁটে রাস্তায় ফিরে আবার চলতে শুরু করবে।