সংসদে লিখিত প্রশ্নের জবাব দিতে রাজি হল কেন্দ্র, সাফল্যে খুশি বিরোধীরা

সংসদের অধিবেশনে 'জিরো আওয়ার' এর সময় কমানো নিয়ে মোদী সরকারকে এক হাত নিয়েছিলেন বিরোধীরা। এবার নরেন্দ্র মোদী সরকার বিরোধীদের চাপে পড়েই লিখিত প্রশ্নের জবাব দিতে রাজী হতে বাধ্য হল। এই বিষয়ে খুশি বিরোধীরা। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত।

নয়াদিল্লি: সংসদের অধিবেশনে 'জিরো আওয়ার' এর সময় কমানো নিয়ে মোদী সরকারকে এক হাত নিয়েছিলেন বিরোধীরা। এবার নরেন্দ্র মোদী সরকার বিরোধীদের চাপে পড়েই লিখিত প্রশ্নের জবাব দিতে রাজী হতে বাধ্য হল। এই বিষয়ে খুশি বিরোধীরা। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত।

সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে জিরো আওয়ারের সময় ১ ঘণ্টা থেকে কমিয়ে ৩০ মিনিট ধার্য করা হয়েছিল। এর তীব্র প্রতিবাদ জানান বিরোধীরা। পাশাপাশি এমপিদের ক্ষমতা খর্ব করার অভিযোগে ক্রমশ চাপ দিয়েছিলেন কেন্দ্র সরকারকে। 'জিরো আওয়ারে'ই মূলত এমপি'রা সাম্প্রতিকতম ঘটনা নিয়ে আলোচনা করেন, তাঁদের দাবি দাওয়া ওই সময়েই পেশ করেন, ফলে সেখানে স্ময় কমে গেলে সমস্ত এমপিরা অংশ গ্রহণ করতে পারবেন না। এই বক্তব্যেই সরব হয়েছিলেন বিরোধীরা। এক্ষেত্রে জিরো আওয়ার, স্পেশাল মেনশন ইত্যাদি হবে কিনা তা ঠিক করেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান। বিরোধীদের চাপেই প্রশ্নোত্তর পর্ব এবারের অধিবেশনে প্রথমে বাদ দেওয়া হলেও অবশেষে লিখিত প্রশ্নের জবাব দেবে বলে জানিয়েছেন মোদী সরকার।

সংসদে কেন্দ্র সরকারের প্রধান বিরোধী হিসাবে কংগ্রেস ও তৃণমূল এখন সামনে থাকে। সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেছেন, প্রশ্নোত্তর পর্ব এড়িয়ে গিয়ে শুধু মন জোগাতে সরকার লিখিত প্রশ্নের জবাব দিতে রাজি হয়েছেন। এটা কখনওই মেনে নেওয়া যায় না। এটা গুজরাত নয়, এটা সংসদ, যেখানে সরকারের পাশাপাশি বিরোধীদেরও সমান অধিকার আছে।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে একটানা বাদল অধিবেশন শুরু হতে চলেছে। এবারের অধিবেশনে কোনও সাপ্তাহিক ছুটি থাকবে না বলে স্থির করা হয়েছে। ১৪ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংসদের নিম্নকক্ষ লোকসভার কাজ হবে এবং বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উচ্চকক্ষ রাজ্যসভার কাজ চলবে। অন্যান্য দিন গুলিতে রাজ্যসভার কাজ সকাল থেকে শুরু হবে তারপর বিকাল ৩টে থেকে যথারীতি করা হবে লোকসভার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *