সস্তায় ডেটা দিয়ে কত কোটির মুনাফা লুটলেন মুকেশ আম্বানি? কত বাড়ল সম্পত্তি?

নয়াদিল্লি: সস্তার ডেটা প্ল্যান নিয়ে বাজারে এসে ভারতের তথ্যপ্রযুক্তির দুনিয়াতেই বিপ্লব ঘটিয়েছে জিও৷ সস্তায় ডেটা দিয়ে সাধারণ মানুষের জীবনের গতিও বদলে দিয়েছে জিও৷ কিন্তু, জাননে কী সস্তায় ডেটা দিয়ে আদতে কট কোটি টাকার মুনাফা লুটেছে রিলায়েন্স জিও এবার মুকেশ আম্বানি? ফোর্বস রিপোর্ট বলছে, গত বারের তুলনায় এবার ছ’ধাপ উঠে ২০১৯ সালের বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায়

72c79220da1f3ea500a123475025bf6f

সস্তায় ডেটা দিয়ে কত কোটির মুনাফা লুটলেন মুকেশ আম্বানি? কত বাড়ল সম্পত্তি?

নয়াদিল্লি:  সস্তার ডেটা প্ল্যান নিয়ে বাজারে এসে ভারতের তথ্যপ্রযুক্তির দুনিয়াতেই বিপ্লব ঘটিয়েছে জিও৷ সস্তায় ডেটা দিয়ে সাধারণ মানুষের জীবনের গতিও বদলে দিয়েছে জিও৷ কিন্তু, জাননে কী সস্তায় ডেটা দিয়ে আদতে কট কোটি টাকার মুনাফা লুটেছে রিলায়েন্স জিও এবার মুকেশ আম্বানি?

ফোর্বস রিপোর্ট বলছে, গত বারের তুলনায় এবার ছ’ধাপ উঠে ২০১৯ সালের বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকায় তিনি উঠে এলেন মুকেশ আম্বানি৷ বিশ্বে তাঁর ব়্যাঙ্ক ১৩৷ ২০১৮ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪০.১ বিলিয়ন ডলার৷ ওই বছর তিনি ছিলেন এই তালিকার ১৯ তম স্থানে। এই বছর সেই সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫০ বিলিয়ন ডলার৷

বিশ্বের সেরা ১০০ জন ধনকুবেরের তালিকায় মুকেশ আম্বানি ছাড়াও ভারতীয়দের মধ্যে রয়েছেন আজিম প্রেমজি, রয়েছেন ৩৬ তম স্থানে৷ এইচসিএলের কর্ণধার শিব নদর রয়েছেন ৮২-তম স্থানে৷ আর্সেলর মিত্তলের চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল রয়েছেন ৯১-তম স্থানে৷

মোট ১৩১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের সেরা ধনকুবের হলেন অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৯৬.১ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে ওয়ারেন বাফে। সম্পত্তির পরিমাণ ৮২.৫ বিলিয়ন ডলার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *