এক দিনে করোনার কোপে ৯৫ হাজার, দৈনিক আক্রান্তের নিরিখে রেকর্ড করল ভারত

নয়াদিল্লি: ভারতে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমশ দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁতে চলেছে। গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ মামলায় ভারতে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ একক-দিনের আক্রান্ত নিয়ে রেকর্ড করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, গত ২৪ ঘন্টার মধ্যে ৯৫ হাজার ৭৩৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া এক দিনে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ জন।

596f1e3e9e3a729f9523332e964e47e4

নয়াদিল্লি: ভারতে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ক্রমশ দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁতে চলেছে। গত ২৪ ঘণ্টায় ৯৫ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ মামলায় ভারতে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ একক-দিনের আক্রান্ত নিয়ে রেকর্ড করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, গত ২৪ ঘন্টার মধ্যে ৯৫ হাজার ৭৩৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া এক দিনে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ জন।

আৎও পড়ুন: সুখবর! চলতি বছর ১৪ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, মিলবে প্রশিক্ষণের সুযোগ

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, “করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৪ জন। যার মধ্যে ৯ লক্ষ ১৯ হাজার ১৮ জন এখনও চিকিৎসাধীন। ৩৪ লক্ষ ৭১ হাজার ৭৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৬২ জন।” করোনা ভাইরাস মহামারীজনিত কারণে মহারাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য হতে চলেছে। বুধবার রাজ্যটিতে ২৩ হাজার ৮১৬ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৭ হাজার ৩৪৯ জন। রাজ্যের স্বাস্থ্য অধিদফতরের হিসাবে রাজ্যে ২ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জনের চিকিৎসা চলছে। ৬ লক্ষ ৮৬ হাজার ৪৬২ জন সুস্থ হয়েছেন। মারা গিয়েছেন ২৭ হাজার ৭৮৭ জন।

আরও পড়ুন: প্রথমে হবে RRB, পরে গ্রুপ D নিয়োগে পরীক্ষা নেবে পৃথক সংস্থা

অন্ধ্র প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়িয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫১২ জন। তার মধ্যে ৯৭ হাজার ২৭১টি সক্রিয় মামলা রয়েছে। ৪ লক্ষ ২৫ হাজার ৬০৭ জন সুস্থ হয়েছেন। মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জন। বুধবার দিল্লিতেও সর্বোচ্চ একদিনে আক্রান্তের রেকর্ড গড়েছে। বুধবার ৪ হাজার ৩৯ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। দেশের রাজধানীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ১ হাজার ১৭৪ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এ পর্যন্ত কোভিড-১৯ এর জন্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ কোটি ২৯ লক্ষ ৩৪ হাজার ৪৩৩ টি নমুনা পরীক্ষা করেছে। আইসিএমআর এও জানিয়েছে, গতকাল ১১ লক্ষ ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *