চিনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি! রাফাল নিয়ে তৈরি ভারতীয় সেনা

চিনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি! রাফাল নিয়ে তৈরি ভারতীয় সেনা

5b72541f9e7980fb8bf548b0da735734

নয়াদিল্লি: চিন সীমান্তে আগেই জারি হয়েছে হাই অ্যালার্ট৷ সীমান্তে উস্কানি দিয়েই চলেছে চিন৷ লাল ফৌজকে শায়েস্তা করতে প্রস্তুত ভারত৷ লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, সিকিমে বেড়েছে সেনা তৎপরতা৷ আর এই তৎপরতার মাঝে ভারতীয় সেনা বাহিনীতে আনুষ্ঠানিক ভাবে নাম লেখাল রাফাল৷ আজ আমবালার আকাশে শক্তি প্রদর্শনের পর ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হল যুদ্ধবিমান রাফাল৷

 

অন্যদিকে, ৪ ফিঙ্গার পয়েন্টে ভারত-চিনের সেনার মধ্যে দূরত্ব ক্রমাগত কমছে৷ এই মুহূর্তে দূরত্ব মাত্র ২৫০ মিটার৷ দু’পক্ষ সীমান্তে বিপুল সেনা ও রসদ জমুত করেছে৷ কার্যত যা যুদ্ধের প্রস্তুতি৷ সোমবার গোদ পাও পাহাড়ি অঞ্চলের নদীতীরে ভারত ও চিনের সেনার মধ্যে নতুন করে উত্তেজা ছড়িয়ে পড়ে৷ ৪৫ বছর পর ভারত-চিন গুলিবর্ষণ করে চিনা বাহিনী৷ দু’পক্ষ চরম সতর্ক৷ সেনা মুভমেন্ট বেড়েছে৷ উড়ছে ফাইটার জেট৷

বুধবার তিব্বতের হোটন এয়ারবেস থেকে জে-২০ ফিফথ জেনারেশন যুদ্ধবিমান উড়িয়েছে ভারতকে বার্তা দেওয়া চেষ্টা করেছে চিন৷ পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারত৷ পূর্ব লাদাখ এবং গলওয়ানে বেড়েছে নজরদারি৷ মঙ্গলবার থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আকাশ শাসন করেছে ভারতীয় যুদ্ধবিমান৷ ভারতের সুখোই ৩০ থেকে মিগ ২৯ ও মিরাজ উড়ানো হয়েছে৷ সঙ্গে আকাশে নজর রেখেছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার৷ চিনুক হেভি লিফট করা হয়েছে৷
ভারতীয় বায়ুসেনা নাইট টাইম কমব্যাট এয়ার পেট্রলিং শুরু করে দিয়েছে৷ প্যাংগং, গোগরা, হট স্প্রিংয়েম নাইট পেট্রলিং চলছে৷ প্রায় সমস্ত পাহাড়ের চূড়ায় ভারতের দখলদারি বেড়েছে৷ যাতে কড়া নজরদারি চালানো যায়৷

ভারতের স্ট্র্যাটেজিকভাবে এগিয়ে থাকায় তীব্র সঙ্কটে পড়েছে চিনা প্রশাসন৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই প্যাংগং-এর দক্ষিণ প্রান্তে ৩ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে ভারত৷ ৫ হাজার সেনা মোতায়েনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ আজ ভারতীয় বায়ুসেনায় রাফাল অন্তর্ভুক্ত হওয়ায় এক ধাক্কায় ভারতের বায়ুসেনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গিয়েছ৷ ভারতীয় বাহিনীর সাম্প্রতিক তৎপরতা ও রাফালের অন্তর্ভুক্ত হওয়া এই প্রথম চিন রীতিমতো আতঙ্কিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *